জাতীয় স্টেডিয়ামে বুধবার ভুটানের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। এ ম্যাচের মাধ্যমে ঘরের মাঠে প্রথমবারের মতো লাল সবুজের জার্সিতে দেখা যাবে ইংলিশ লিগে খেলা হামজা চৌধুরীকে। জাতীয় দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা এমন ইঙ্গিতই দিয়েছেন।
মঙ্গলবার (৩ জুন) বাফুফে ভবনে অনুষ্ঠিত ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ক্যাবরেরার সাথে আরও উপস্থিত ছিলেন অধিনায়ক জামালা ভূঁইয়া।
সোমবার সকালে ইংল্যান্ড থেকে দেশে এসেই বিকেলে দলের সাথে অনুশীলন করেছেন হামজা। কোচ ক্যাবরেরা ভুটানের বিপক্ষে হামজার খেলার ব্যপারে নিশ্চয়তা দিয়েছেন। তবে ইতালিয়ান প্রবাসী আরেক ফুটবলার ফাহমিদুলকে মূল দলে রাখা হবে কি-না সেটা নিয়ে নিশ্চিত করে কিছু জানাননি ক্যাবরেরা। এছাড়া বুধবার কানাডা প্রবাসী শমিত সোমের দলের সাথে যোগ দেওয়ার কথা রয়েছে।
ভুটানের ম্যাচের পাশাপাশি ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের ম্যাচকে সামনে রেখে ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন ক্যাবরেরা। সেই দলে এই তিন প্রবাসী ফুটবলারই রয়েছেন।
গত মার্চে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশের হয়ে অভিষেক হয় হামজা চৌধুরীর। এখন ঘরের মাঠে সমর্থকদের সামনে খেলার অপেক্ষা, এ নিয়ে সমর্থকদের মাঝেও বেশ উত্তেজনা দেখা দিয়েছে। যদিও ম্যাচটিকে ঘিড়ে টিকেট প্রাপ্তির বিষয়ে ফুটবল ভক্তদের মধ্যে চাপা ক্ষোভ রয়েছে।