ফার্নানদিনহোকে রেখে দিল ম্যানসিটি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৩৫ এএম, ২১ জানুয়ারি ২০১৮
ফার্নানদিনহোকে রেখে দিল ম্যানসিটি

ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফার্নানদিনহোর সঙ্গে চুক্তি নবায়ন করেছে ম্যানচেস্টার সিটি। চুক্তি নবায়নের ফলে আরও দুই বছরের জন্য তাকে রেখে দেওয়া হলো।

বিশ্বের শীর্ষ তিনজন ডিফেন্সিভ মিডফিল্ডারের মধ্যে ফার্নানদিনহোকে অন্যতম সেরা হিসেবে সবসময়ই বিবেচনা করে থাকনে সিটি বস পেপ গার্দিওলা। নতুন এ চুক্তিতে ৩২ বছর বয়সী ব্রাজিলিয়ান এ ফুটবলার ২০২০ পর্যন্ত সিটিতেই থাকবেন।

২০১৩ সালে ৩৪ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ইউক্রেনিয়ান দল শাখতার দোনেতাস্ক থেকে সিটিতে যোগ দিয়েছিলেন ফার্নানদিনহো। সিটির হয়ে তিনি দুটি প্রিমিয়ার লিগ শিরোপা ও দুটি লিগ কাপ জয় করেছেন।

শাখতারের হয়েও ফার্নানদিনহো দারুন সফল ছিলেন। ছয়টি লিগ কাপ শিরোপা ছাড়াও ২০০৯ সালে ইউয়েফা কাপ জয় ছিল শাখতারের হয়ে তার সেরা অর্জন। ২০১৪ সালে ঘরের মাটিতে হতাশাজনক বিশ্বকাপে তিনি ব্রাজিল দলের সদস্য ছিলেন। সিটির সাথে নতুনভাবে যুক্ত হতে পেরে দারুন উচ্ছসিত ফার্নানদিনহো।


শেয়ার করুন :


আরও পড়ুন

রোনালদোর ভাগ্যে তাহলে কী?

রোনালদোর ভাগ্যে তাহলে কী?

পিএসজির বিশাল জয়ে নেইমারের চার গোল

পিএসজির বিশাল জয়ে নেইমারের চার গোল

বিশ্বকাপের আগে আরও প্রীতিম্যাচ খেলবে নাইজেরিয়া

বিশ্বকাপের আগে আরও প্রীতিম্যাচ খেলবে নাইজেরিয়া

মেসির পেনাল্টি মিসে বার্সার হার

মেসির পেনাল্টি মিসে বার্সার হার