বালোতেল্লিকে উষ্ণ অভ্যর্থনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫০ পিএম, ২৩ আগস্ট ২০১৯
বালোতেল্লিকে উষ্ণ অভ্যর্থনা

প্রায় তিন মৌসুম পর ইতালিয়ান লিগ সিরি-এ’তে ফিরেছেন মারিও বালোতেল্লি। সেটিও আবার নিজের শৈশবের ক্লাবে ফেরার মধ্যে দিয়ে। শৈশবের ক্লাব ব্রেসিকায় যোগ দিয়ে সমর্থকদের উষ্ণ অভ্যর্থনাও পেয়েছেন ইতালিয়ান এ ফুটবলার।

পাবেনই না বা কেন? দুই বছর বয়স থেকে এই ব্রেসিকা শহরেই যে বেড়ে উঠেছেন তিনি।

এ প্রত্যাবর্তন শুধু পেশার কারণেই নয়। এরসাথে কিছু আবেগও জড়িয়ে আছে তা বোঝা গেল বালোতেল্লির কথায়। বালোতেল্লি গোল ডট কমকে জানান, যখন তিনি তার মাকে ব্রেসিকায় ফেরার কথা জানিয়েছিলাম তিনি আবেগে অশ্রুসিক্ত হয়ে পড়েছিলেন।

ফ্রেঞ্চ ক্লাব মার্শেইয়ের সঙ্গে চুক্তি শেষ হওয়ায় ফ্রি ট্রান্সফারে ব্রেসিকায় যোগ দিলেন তিনি।

২০১০ থেকে ২০১৩ সাল পযর্ন্ত ম্যানচেস্টার সিটির হয়ে খেলেছেন বালোতেল্লি। সিটিজেনদের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ৮০ ম্যাচে ৩০ গোল করেছেন তিনি। ২৯ বছর বয়সী ফরোয়ার্ড এখনও ‘কাল্ট হিরো’ সিটি সমর্থকদের কাছে। শেষ মুহূর্তে বালোতেল্লির পাস থেকে কুইন্স রেঞ্জার্স পার্কের (কিউপিআর) বিপক্ষে গোল করে সার্জিও আগুয়েরো ২০১১-১২ মৌসুমে প্রিমিয়ার লিগ জিতিয়েছিলেন ম্যানসিটিকে।


শেয়ার করুন :


আরও পড়ুন

বিরাট-আনুশকার সৈকত বিলাস

বিরাট-আনুশকার সৈকত বিলাস

বড় জয়ে সাফ শুরু বাংলাদেশের

বড় জয়ে সাফ শুরু বাংলাদেশের

হ্যাজলউডের তোপে ৬৭ রানে অলআউট ইংল্যান্ড

হ্যাজলউডের তোপে ৬৭ রানে অলআউট ইংল্যান্ড

বৃষ্টি বিঘ্নিত দিনে শ্রীলঙ্কাকে ধসিয়ে দিয়েছে বোল্ট-সাউদি

বৃষ্টি বিঘ্নিত দিনে শ্রীলঙ্কাকে ধসিয়ে দিয়েছে বোল্ট-সাউদি