লকডাউন অমান্য করায় পেরুর ফুটবল তারকা গ্রেফতার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১৯ এএম, ২৮ মার্চ ২০২০
লকডাউন অমান্য করায় পেরুর ফুটবল তারকা গ্রেফতার

ফাইল ছবি

করোনাভাইরাসের জন্য ঘোষিত লকডাউন অমান্য করায় সাবেক উইঙ্গার নলবার্তোকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় ৪৫ বছর বয়সী সাবেক এ ফুটবল তারকাকে গ্রেফতার করা হয়।

পেরুর টেলিভিশন চ্যানেল আরপিপি এ খবর জানিয়েছে। বলা হয়, গ্রেফতারের পর লিমার পুলিশ লা মোলিনা থানায় তাকে আটক রাখে। পরে অবশ্য তাকে ছেড়ে দেওয়া হয়।

নোব্বি সোলানোকে পেরুর সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবে মানা হয়। পেরুর ফুটবল ইতিহাসে তিনিই প্রথম ফুটবলার যিনি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছেন। ১৯৯৮ সালে নিউক্যাসল ইউনাইটেডে সাইন করার পর ক্লাবটির তারকা খেলোয়াড় বনে যান। পেরুর ক্রীড়া ইতিহাসে তিনিই প্রথম ক্রীড়াবিদ যার বিয়ে টেলিভিশনে সরাসরি সম্প্রচারও করা হয়।

এমন একজনের বিরুদ্ধে অভিযোগ, করোনাভাইরাস সংক্রমণে রুখতে সরকার যে অবশ্য পালনীয় আইন (ঘরবন্দি) জারি করেছে তা তিনি মানেননি, গিয়েছিলেন পার্টিতে।

এদিকে সোলানো অবশ্য স্বীকার করেননি যে তিনি গ্রেফতার হয়েছিলেন। তার দাবি, ‌‘বাড়ি থেকে ৫০ গজ দূরে এক প্রতিবেশীর বাড়িতে লাঞ্চ করতে গিয়েছিলাম। সেখানে সব মিলিয়ে তারা ৬-৭ জন ছিলেন। ছেলে-মেয়েরা একটু দৌড়াদৌড়ি করছিল। হঠাৎ কেউ একজন টেলিভিশনকে বিষয়টি জানিয়ে দেয়।’

দেশটিতে ৫৮০ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ৯। দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সবচেয়ে কঠোর ব্যবস্থা নিয়েছে পেরু। সরকারের নির্দেশ না মানায় এখন পর্যন্ত ১৮ হাজার জনকে গ্রেফতার করা হয়েছে।



শেয়ার করুন :


আরও পড়ুন

অনির্দিষ্টকালের জন্য স্থগিত বাফুফে নির্বাচন

অনির্দিষ্টকালের জন্য স্থগিত বাফুফে নির্বাচন

৩৩ মাস কোমায় থাকা ডাচ ফুটবলারের জ্ঞান ফিরেছে

৩৩ মাস কোমায় থাকা ডাচ ফুটবলারের জ্ঞান ফিরেছে

নিজ উদ্যোগে বাবা-মার কাছে ফিরলেন জামাল ভূঁইয়া

নিজ উদ্যোগে বাবা-মার কাছে ফিরলেন জামাল ভূঁইয়া

মে’তে লিগ শুরু হলেও খেলতে চান না ইপিএলের ফুটবলাররা

মে’তে লিগ শুরু হলেও খেলতে চান না ইপিএলের ফুটবলাররা