ফিফার নিষেধাজ্ঞায় সাইফ স্পোর্টিং ক্লাব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৫৫ পিএম, ০২ মে ২০২০
ফিফার নিষেধাজ্ঞায় সাইফ স্পোর্টিং ক্লাব

বিদেশি খেলোয়াড়দের আর্থিক পাওনা নিয়ে ঝামেলার ফলে ফিফার নিষেধাজ্ঞায় পড়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল সাইফ স্পোর্টিং ক্লাব। তাদের খেলোয়াড় রেজিস্ট্রেশনের ওপর বিশ্ব ফুটবলের অভিভাবক ফিফা এ নিষেধাজ্ঞা জারি করেছে।

শনিবার (২ মে) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকে ফিফার এ সিদ্ধান্তের তথ্য গণমাধ্যমে জানানো হয়েছে।

তিন বছর আগে স্লোভাকিয়া, মন্টেনেগ্রো ও সার্বিয়ার তিন খেলোয়াড় সাইফ স্পোর্টিং ক্লাবের হয়ে খেলতে ট্রায়াল দিতে এসেছিলেন। তাদের রেজিস্ট্রেশন না করালেও দেনা-পাওনার ঝামেলা ছিল, যা সাইফ ক্লাব মেটায়নি।

পাওনা না পেয়ে ওই তিন ফুটবলার ফিফার কাছে আলাদাভাবে অভিযোগ করেছিলেন। পরে ফিফা সাইফ স্পোর্টিং ক্লাবকে প্রায় এক লাখ ডলার জরিমানা করেছিল। যা গত ২৩ এপ্রিল জরিমানা দেওয়ার শেষ দিন ছিল।

ফিফার নির্ধারিত সময়ের মধ্যে জরিমানার টাকা না দেওয়ায় ক্লাবটি এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।ফিফার সিদ্ধান্ত অনুযায়ী, সমস্যা সমাধানের আগে সাইফ স্পোর্টিং ক্লাব স্থানীয় বা বিদেশি কোন খেলোয়াড় রেজিস্ট্রেশন করতে পারবে না।

এ নিষেধাজ্ঞা শুধু সাইফ স্পোর্টিং ক্লাবের সিনিয়র দলের জন্যই প্রযোজ্য নয়, ক্লাবটি জুনিয়র দলেও কোন খেলোয়াড় রেজিস্ট্রেশন করতে পারবে না।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

করোনায় আক্রান্ত জার্মান লিগের তিন ফুটবলার

করোনায় আক্রান্ত জার্মান লিগের তিন ফুটবলার

ইউরোপিয়ান লিগ শুরুর বার্তা দিলেন উয়েফার প্রেসিডেন্ট

ইউরোপিয়ান লিগ শুরুর বার্তা দিলেন উয়েফার প্রেসিডেন্ট

নির্দেশনা মেনে অনুশীলনে ফিরছে বার্সেলোনা-রিয়াল

নির্দেশনা মেনে অনুশীলনে ফিরছে বার্সেলোনা-রিয়াল

ফুটবল ফিরলে সবার জন্যই ভালো : মরিনহো

ফুটবল ফিরলে সবার জন্যই ভালো : মরিনহো