গলফের হল অব ফেমে জায়গা পেলেন কিংবদন্তি টাইগার উডস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:০০ পিএম, ১০ মার্চ ২০২২
গলফের হল অব ফেমে জায়গা পেলেন কিংবদন্তি টাইগার উডস

বিশ্ব গলফের হল অব ফেমে জায়গা পেয়েছেন কিংবদন্তি গলফার টাইগার উডস। বুধবার (৯ মার্চ) ১৫ টি মেজর শিরোপাজয়ী এই গলফারকে হল অব ফেমে অন্তর্ভূক্ত করার কথা জানানো হয়।

দীর্ঘদিন ধরেই মেজর টুর্নামেন্ট থেকে দূরে আছেন ৪৩ বছর বয়সী টাইগার উডস। সর্বশেষ ২০২১ সালের ফেব্রুয়ারিতে এক গাড়ি দুর্ঘটনায় পড়ে দীর্ঘদিন আড়ালে ছিলেন। এরপর একই বছরের ডিসেম্বর ছেলের সাথে এক গলফ টুর্নামেন্টে খেলেন এই কিংবদন্তি গলফার।

পুরো ক্যারিয়ারে রেকর্ড ৮২ বার পিজিএ ট্যুর জিতেছেন টাইগার উডস। সর্বশেষ ২০১৯ সালে নিজের মেজর টুর্নামেন্ট জিতেছিলেন তিনি। এর জন্য তাকে অপেক্ষা করতে হয়েছিল প্রায় ১১ বছর। কারণ ২০০৮ সালে ইউএস ওপেনের পর থেকেই জিততে পারছিলেন না কোনো মেজর টুর্নামেন্ট।

২০০৮ সালে ইউএস ওপেন জয়ের পর থেকেই নিজেকে হারিয়ে খুঁজছিলেন টাইগার উডস। র‍্যাঙ্কিংয়ে নিচে নেমে যাওয়া এবং মাঠের বাইরের বিভিন্ন নেতিবাচক কারণে খবরের শিরোনাম হয়েছিলেন এই গলফার। তবে এতো কিছুর পরও মাঠে ফিরে জিতেছিলেন তার ১৫তম মেজর শিরোপা।

বুধবার (৯ মার্চ) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক অনুষ্ঠানের মাধ্যমে টাইগার উডসকে বিশ্ব গলফের হল অব ফেমে অন্তর্ভুক্ত করে পিজিএ। ১৬৪তম সদস্য হিসেবে হল অব ফেমে জায়গা পেয়েছেন টাইগার উডস।

১৯৯৭ সালে মাত্র ২১ বছর বয়সে মেজর শিরোপা জিতে নজর কাড়েন টাইগার উডস। প্রথম এশিয়ান বংশোদ্ভুত গলফার হিসেবে মেজর টুর্নামেন্টের শিরোপা জেতেন এই গলফার।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

আর অপেক্ষা করতে পারছিলাম না, এখন ভালো লাগতেছে: সিদ্দিকুর রহমান

আর অপেক্ষা করতে পারছিলাম না, এখন ভালো লাগতেছে: সিদ্দিকুর রহমান

শত বছর পর অলিম্পিক গলফে স্বর্ণ পেল যুক্তরাষ্ট্র

শত বছর পর অলিম্পিক গলফে স্বর্ণ পেল যুক্তরাষ্ট্র

দুর্ঘটনায় গাড়ির ভেতরেই আটকা পড়েছিলেন টাইগার উডস

দুর্ঘটনায় গাড়ির ভেতরেই আটকা পড়েছিলেন টাইগার উডস

১১তম সামিট ওপেনে খেলবেন দেশ সেরা গলফার সিদ্দিকুর

১১তম সামিট ওপেনে খেলবেন দেশ সেরা গলফার সিদ্দিকুর