কেপিআর গেমসের উদ্বোধন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩৬ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৮
কেপিআর গেমসের উদ্বোধন

ক্ষুদে প্রতিভার রাজ্যে (কেপিআর) একটি শিশুদের সংগঠনমূলক প্রতিষ্ঠান। যেখান থেকে প্রতিবছর প্রতিভাবান শিশুদের খেলাধুলা, চিত্রাঙ্কন, স্বরচিত কবিতা এবং আবৃত্তিসহ নানা বিষয়ে তাদের বিকাশ ঘটাতে কাজ করা হয়। সেই ধরাবাহিকতায় এবারই প্রথম আয়োজন করতে যাচ্ছে ‘কেপিআর গেমস বাংলাদেশ ২০১৮।’

দেশব্যাপী প্রাইমারি ও হাই-স্কুলের শিক্ষার্থীদের মধ্যে যারা ক্রিকেট, সাতার, সাইকেল ও দৌড়ে পারদর্শী তাদের মধ্যে থেকে বিভিন্ন পর্বে বাছাই করে দেশ-বিদেশের আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে নিয়ে যাওয়াই এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।

এ উপলক্ষে রোববার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডামির চিত্রশালা মিলনায়তনে এর শুভ সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি কামরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন কবি আজিজুর রহমান আজিজ। এ ছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এমবি সাঈফসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।


শেয়ার করুন :


আরও পড়ুন

হকির দল চূড়ান্ত : তিন সিনিয়র খেলোয়াড় বাদ

হকির দল চূড়ান্ত : তিন সিনিয়র খেলোয়াড় বাদ

প্রিয় শচীনের সাক্ষাৎ পেলেন সেই প্রিয়া

প্রিয় শচীনের সাক্ষাৎ পেলেন সেই প্রিয়া

যুব গেমসের মশাল পেল বাংলাদেশ, প্রজ্বলন করবেন আসিফ

যুব গেমসের মশাল পেল বাংলাদেশ, প্রজ্বলন করবেন আসিফ

অপু বিশ্বাসের নাচ দেখবেন মাশরাফি

অপু বিশ্বাসের নাচ দেখবেন মাশরাফি