ডোপ নেওয়ার অভিযোগে নিষিদ্ধ ভারতীয় কুস্তিগির

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫৫ এএম, ০৭ জুন ২০২১
ডোপ নেওয়ার অভিযোগে নিষিদ্ধ ভারতীয় কুস্তিগির

ভারতীয় কুস্তিগির সুমিত মালিকের বিরুদ্ধে ডোপ নেওয়ার অভিযোগ উঠছে। এ কারণে তাকে পেশাদার কুস্তি থেকে নিষিদ্ধ করা হয়েছে তাকে। নিষেধাজ্ঞার ফলে টোকিও অলিম্পিকেও খেলতে পারবেন না তিনি।

চলতি বছরের মে মাসে বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় অলিম্পিক বাছাই পর্ব খেলার সময় তার নমুনা নেওয়া হয়। সে নমুনায় নিষিদ্ধ ডোপের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

কুস্তিগিরদের সংগঠন ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং এক বিবৃতিতে জানিয়েছে সুমিত মালিকের প্রসাব নমুনা সংগ্রহ করা হয়েছিল। সে নমুনায় নিষিদ্ধ মিথাইলহেক্সানিয়ামিনের উপস্থিতি পাওয়া গিয়েছে।

প্রথম পরীক্ষায় পজেটিভ হওয়ার কারণে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ জুন) তার দ্বিতীয় নমুনা নেওয়া হবে। সেখানে পজেটিভ আসলে দীর্ঘ সময়ের জন্য নিষিদ্ধ হবেন সুমিত।

১২৫ ওজন ক্যাটাগরিতে খেলা এ কুস্তিগির সর্বশেষ কমনওয়েথ গেমসে ভারতকে স্বর্ণ পদক এনে দিয়েছিলেন। ভারতীয় রেসলিং ফেডারেশন এক বিবৃতিতে জানায় সুমিত না জেনে হয়তো নিষিদ্ধ বস্তু শরীরে ঢুকিয়েছেন।

এ নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করতে পারবেন সুমিত মালিক। তবে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সির নিয়মানুযায়ী আপিল শুনানি শেষ হতে হতে টোকিও অলিম্পিকের শেষ হয়ে যাবে। তাই তার অলিম্পিক খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ভাইয়ের স্মরণে ম্যাচ খেলতে নেমে প্রাণ হারালেন আরেক ভাই

ভাইয়ের স্মরণে ম্যাচ খেলতে নেমে প্রাণ হারালেন আরেক ভাই

টোকিও অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করলেন ১০ হাজার স্বেচ্ছাসেবী

টোকিও অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করলেন ১০ হাজার স্বেচ্ছাসেবী

দলের সাথে যোগ দিচ্ছেন ডে ব্রুইনে

দলের সাথে যোগ দিচ্ছেন ডে ব্রুইনে

কোহলি-উইলিয়ামসনের পরীক্ষা হবে সাউথহ্যাম্পটনে : হেসন

কোহলি-উইলিয়ামসনের পরীক্ষা হবে সাউথহ্যাম্পটনে : হেসন