অলিম্পিকে দ্রুততম মানবী টম্পসন হেরাহ, গড়েছেন নতুন রেকর্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০৪ এএম, ০১ আগস্ট ২০২১
অলিম্পিকে দ্রুততম মানবী টম্পসন হেরাহ, গড়েছেন নতুন রেকর্ড

অলিম্পিকের তিন আসরে ১০০ মিটার স্প্রিন্টে মুকুট জয়ের স্বপ্ন নিয়ে এবারের আসরে এসেছিলেন শেলি অ্যান ফ্রেজার প্রাইস। তবে তাকে পিছনে ফেলে টোকিও অলিম্পিকের দ্রুততম মানবীর খেতাব নিজের করে নিয়েছেন তারই স্বদেশি টম্পসন হেরাহ এলাইন। দ্রুততম মানবী হওয়ার পথে গড়েছেন নতুন অলিম্পিক রেকর্ড।

১০ দশমিক ৬১ সেকেন্ড সময় নিয়ে অলিম্পিকে নারীদের ১০০ মিটার স্প্রিন্টের রেকর্ড ভাঙেন টম্পসন হেরাহ এলাইন। ১০ দশমিক ৭৪ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য পদক জিতেছেন বেইজিং এবং লন্ডন অলিম্পিকে দ্রুততম মানবী শেলি অ্যান ফ্রেজার।

৩৩ বছর আগে ১৯৮৮ সিউল অলিম্পিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরেন্স গ্রিফিথ জয়নার ১০ দশমিক ৬২ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক জিতেছিলেন। এতদিন পর্যন্ত এটিই নারীদের ১০০ মিটার স্প্রিন্টের রেকর্ড ছিল। শনিবার (৩১ জুলাই) এ রেকর্ড ভাঙলেন টম্পসন হেরাহ।

স্বর্ণ এবং রৌপ্য পদকের পাশাপাশি নারীদের ১০০ মিটার স্প্রিন্টের ব্রোঞ্জ পদকও নিজেদের করে নিয়েছে জ্যামাইকা। ১০ দশমিক ৭৬ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন শেরিকা জ্যাকসন।

২০০৮ এবং ২০১২ অলিম্পিকের স্বর্ণ পদক জিতলেও ২০১৬ রিও অলিম্পিকে শেলি অ্যান ফ্রেজারের স্বর্ণ পদক জেতা হয়নি। তারই ধারাবাহিকতায় টোকিও অলিম্পিকে রৌপ্য নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাকে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

টোকিও অলিম্পিকের প্রথম ডোপ টেস্টে ধরা নাইজেরিয়ান ওয়াগবারে

টোকিও অলিম্পিকের প্রথম ডোপ টেস্টে ধরা নাইজেরিয়ান ওয়াগবারে

অলিম্পিক ফুটবলে মিশরকে হারিয়ে সেমিতে ব্রাজিল

অলিম্পিক ফুটবলে মিশরকে হারিয়ে সেমিতে ব্রাজিল

ভারতের বিপক্ষে কাশ্মীর লিগে বিদেশি ক্রিকেটারদের হুমকির অভিযোগ

ভারতের বিপক্ষে কাশ্মীর লিগে বিদেশি ক্রিকেটারদের হুমকির অভিযোগ

আন্তর্জাতিক ক্রিকেট থেকে উদানার অবসর

আন্তর্জাতিক ক্রিকেট থেকে উদানার অবসর