বিভিন্ন কর্মসূচিতে পালিত হলো আন্তর্জাতিক ক্রীড়া দিবস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০৫ পিএম, ০৬ এপ্রিল ২০১৮
বিভিন্ন কর্মসূচিতে পালিত হলো আন্তর্জাতিক ক্রীড়া দিবস

বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও আজ (৮ এপ্রিল, শুক্রবার) পালিত হলো আন্তর্জাতিক ক্রীড়া দিবস। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি, আলোচনা সভা ও বিভিন্ন ক্রীড়া ফেডারেশন কর্তৃক ক্রীড়া অনুষ্ঠান।

‘ক্রীড়ায় শান্তির সমাবেশ, উন্নয়নে বাংলাদেশ’ প্রাতিপাদ্য নিয়ে দিবসটি উপলক্ষে সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ১নং গেইট থেকে একটি র‌্যালি শুরু হয়ে তা জিপিও, শিক্ষাভবন, জাতীয় প্রেসক্লাব হয়ে জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারে গিয়ে শেষ হয়। বিভিন্ন শ্লোগান, ব্যানার ও ফেস্টুনসহ দেশেবরেণ্য ক্রীড়াবিদ, ক্রীড়াসংগঠক ও ক্রীড়ামোদী জনগণ এ র‌্যালিতে অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি হিসেবে র‌্যালির উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ.বি.এম রুহুল আজাদ, আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ প্রমুখ।

র‌্যালি শেষে আন্তর্জাতিক ক্রীড়াদিবস উপলক্ষে জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনার বিষয়বস্তু ছিল ‘শান্তি ও উন্নয়নে ক্রীড়া।’

জাতীয় ক্রীড়া পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. মাসুদ করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ.বি.এম রুহুল আজাদ, যুগ্ম-সচিব ওমর ফারুক ও ক্রীড়া পরিদপ্তরের পরিচালক ডা. আমিনুল ইসলাম।


শেয়ার করুন :


আরও পড়ুন

হিটে বাদ বাংলাদেশের তিন সাঁতারু

হিটে বাদ বাংলাদেশের তিন সাঁতারু

কমনওয়েলথ গেমস : ৫০ মিটার সাঁতারে ষষ্ঠ নবাবগঞ্জের নাহিদ

কমনওয়েলথ গেমস : ৫০ মিটার সাঁতারে ষষ্ঠ নবাবগঞ্জের নাহিদ

জমকালো অনুষ্ঠানে শুরু হলো কমনওয়েলথ গেমস

জমকালো অনুষ্ঠানে শুরু হলো কমনওয়েলথ গেমস

মহিলা হ্যান্ডবলে ৩য় বাংলাদেশ

মহিলা হ্যান্ডবলে ৩য় বাংলাদেশ