আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ১৯ জানুয়ারি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ১৯ জানুয়ারি ২০২২
আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ১৯ জানুয়ারি

ক্রীড়াবিশ্বে প্রতিদিনই ঘটে কোনো না কোনো উল্লেখ্যযোগ্য ঘটনা। ঘটনা মনে থাকলেও সময় কিংবা তারিখ মনে রাখাটা কষ্টকর। ক্রীড়া বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো স্মরণ করিয়ে দিতেই আমাদের এই আয়োজন। এক নজরে দেখে নিন ক্রীড়াবিশ্বে আজকের দিনে কি ঘটেছিল।

২০২১ : ব্রিসবেনের গ্যাবায় এর আগের ৩২ বছরে হারেনি অস্ট্রেলিয়া, ভারত খেলছিল চোট জর্জরিত-অনভিজ্ঞ এক দল নিয়ে। সেই দলই পতন ঘটাল অস্ট্রেলীয়-দুর্গের। ৩২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুবমান গিল (৯১) আর ঋষভ পন্তের (৮৯) ব্যাটে ভারত জিতেছিল ৩ উইকেটে। সঙ্গে টানা দ্বিতীয়বারের মতো সিরিজ জিতে ফিরেছিল ডাউন্ড আন্ডার থেকে।

১৯২২ : অজি ক্রিকেটার আর্থার মরিসের জন্মদিন। প্রথম ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে দুই ইনিংসেই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটেও দারুণ ছন্দে ছিলেন তিনি। তবে তার দূর্বলতার জায়গা ছিল বোলার অ্যালেক বেডস্যার। তার বলে ১৮ বার প্যাভিলিয়নে ফিরেছিলেন তিনি। নির্দিষ্ট কোনো বোলারের বিপক্ষে সবচেয়ে বেশিবার আউট হওয়ার রেকর্ড গড়েছিলেন তিনি। পরে অবশ্য এ রেকর্ড ভাঙেন গ্লেন ম্যাকগ্রা।

২০০৮ : আগেও এই ভারতের বিপক্ষেই টানা ১৬ জয়ের পর থামতে হয়েছিল অস্ট্রেলিয়াকে, টানা ১৭ নম্বর জয়ের খোঁজে এসে থামতে হলো আবারও। সিডনি টেস্টের বিতর্ক এক পাশে ঠেলে পার্থে ৭২ রানে জিতেছিল ভারত। ম্যাচ-সেরা ইরফান পাঠান হলেও ভারতের জয়কে সম্মিলিত অবদানই বলতে হবে।

১৯৩০ : প্রোটিয়া ক্রিকেটার জন ওয়েটের জন্মদিন। এ উইকেটরক্ষক ব্যাটার দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হওয়ার আগে ৫০ টেস্ট খেলেছিলেন। দুই থেকে নয় সব ব্যাটিং পজিশনে ব্যাট করার রেকর্ড আছে তার।

১৯৭৭ : ৪৩ বছর পর ভারতের মাটিতে টেস্ট সিরিজ জয়ের স্বাদ পায় ইংল্যান্ড। জন লেভার এবং ড্রেক আন্ডারউডের বোলিং তোপে শেষ টেস্টে ২০০ রানের জয় পায় ভারত।

১৯৮০ : লঙ্কান ওপেনার মাইকেল ভ্যানডর্টের জন্মদিন। প্রতিভা থাকা সত্ত্বেও সুযোগ পাননি। কখনও জয়াসুরিয়া-আতাপাত্তু বা দিলশানদের ছায়ায় পড়েছিলেন তিনি।

২০০২ : ইংলিশ ব্যাটার মার্কাস ট্রেসকোথিক ভারতের বিপক্ষে দূর্দান্ত একটি ইনিংস খেলেন। ভারতের ইডেন গার্ডেনের এ ম্যাচে অবশ্য ইংলিশদের জয় মাল্য পড়া হয়নি।

১৯৬৮ : অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিসবেন টেস্টে ভারতের হয়ে দুই ইনিংসে ৭১ এবং ১০১ রানের ইনিংস খেলেন এম এল জয়সমিহা। 

১৯৫৭ : ইংল্যান্ড নারী দলে দুই যমজ ছিলেন জিল পাওয়েল এবং জেন পাওয়েল। প্রথম যমজ ক্রিকেটার হিসেবে নারী ক্রিকেটে খেলেন তারা। তাদের দুইজনের জন্মদিন।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ১৮ জানুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ১৮ জানুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ১৭ জানুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ১৭ জানুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ১৬ জানুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ১৬ জানুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ১৫ জানুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ১৫ জানুয়ারি