আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ৭ মার্চ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১৮ পিএম, ০৭ মার্চ ২০২২
আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ৭ মার্চ

ক্রীড়াবিশ্বে প্রতিদিনই ঘটে কোনো না কোনো উল্লেখ্যযোগ্য ঘটনা। ঘটনা মনে থাকলেও সময় কিংবা তারিখ মনে রাখাটা কষ্টকর। ক্রীড়া বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো স্মরণ করিয়ে দিতেই আমাদের এই আয়োজন। এক নজরে দেখে নিন ক্রীড়াবিশ্বে আজকের দিনে কি ঘটেছিল।

১৯৫২ : ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি স্যার ভিভ রিচার্ডসের জন্মদিন। ক্রিকেট ইতিহাসে তাকেই একমাত্র ‘কিং’ বলে সম্মহিত করে ক্রিকেট বিশ্ব।

১৯৮৭ : প্রথম ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে ১০ হাজার রানে মাইলফলক স্পর্শ করেন ভারতীয় ব্যাটার সুনীল গাভাস্কার। 

১৯২০ : ইংলিশ বাঁহাতি পেসার উইলি ওয়াটসনের জন্মদিন। ১৯৫৩ সালে লর্ডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ ব্যাটিংয়ের জন্য স্মরণীয় হয়ে আছেন তিনি। ১৯৫০ সালে ইংল্যান্ডের ফুটবল বিশ্বকাপ দলের সদস্যও ছিলেন তিনি।

১৯৩৪ : ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার নরী কন্ট্রাকটরের জন্মদিন। ভারতের হয়ে খেলেছিলেন মাত্র ৩১ টেস্ট। 

১৯৯৯ : লাহোরে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ইনিংসেই সেঞ্চুরির কীর্তি গড়েন পাকিস্তানি ব্যাটার ওয়াজাহতুল্লাহ ওয়াস্তি।

১৯৫৩ : দক্ষিণ আফ্রিকান ওপেনার জ্যাকি ম্যাকগ্লু অভিষেক টেস্ট সেঞ্চুরিকেই পরিণত করে দ্বিশতকে। তার ২৫৫ রানের ইনিংসে ভর করে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পায় দক্ষিণ আফ্রিকা।

১৯৮৫ : ইংলিশ অলরাউন্ডার লুক রাইটের জন্মদিন।

১৯১৮ : ইংলিশ ক্রিকেটার জ্যাক আইকিনের জন্মদিন। ব্যাটিং লাইনে ৬ এবং ৭ উভয় জায়গায় ভালো ব্যাট করতে পারতেন তিনি।

১৯৮৪ : দক্ষিণ আফ্রিকান পেসার লওনাবো সোতসোবের জন্মদিন। অভিষেকেই নজর কেড়েছিলেন। তবে শেষ পর্যন্ত ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ হয়েছিলেন তিনি।

১৯৪২ : ভারতীয় ক্রিকেটার উমেশ কুলকার্নির জন্মদিন। মাত্র ২৮ বছর বয়সে ইনজুরির কারণে ক্যারিয়ার বিসর্জন দিতে বাধ্য হন তিনি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ৬ মার্চ

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ৬ মার্চ

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ৫ মার্চ

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ৫ মার্চ

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ৪ মার্চ

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ৪ মার্চ

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ৩ মার্চ

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ৩ মার্চ