ম্যাচ চলাকালে আন্তর্জাতিক কাবাডি খেলোয়াড়কে ‘গুলি’ করে হত্যা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫০ পিএম, ১৫ মার্চ ২০২২
ম্যাচ চলাকালে আন্তর্জাতিক কাবাডি খেলোয়াড়কে ‘গুলি’ করে হত্যা

ক্রীড়াঙ্গনে অর্থের ঝনঝনানি নতুন কিছু নয়। আর এই অর্থই সকল অনর্থের মূল। বিশ্বজুড়ে ক্রীড়াঙ্গনে নানান অপরাধ সংগঠিত হচ্ছে অর্থকে ঘিরে। এবার ভারতে ঘটে গেলো মর্মান্তিক এক ঘটনা। ম্যাচ চলাকালীন সময়ে বিখ্যাত এক আন্তর্জাতিক কাবাডি খেলোয়াড়কে ‘গুলি’ করে হত্যা করা হয়েছে।

সোমবার (১৫ মার্চ) সন্ধ্যায় ভারতের জলন্ধরের মালিয়ান খুর্দে (নিভিন মালিয়ান) নামের একটি কাবাডি টুর্নামেন্টের ম্যাচ চলাকালীন সময় এই ঘটনা ঘটেছে। নিহত কাবাডি খেলোয়াড়ের নাম নাম সন্দীপ সিং সান্ধু। যিনি সন্দীপ নাঙ্গল আম্বিয়ান নামেই পরিচিত।

সন্দীপ তার দলের সাথে একটি ম্যাচে অংশ নিতে ভারতের জলন্ধার এসেছিলেন। ম্যাচটি সন্ধ্যায় শুরু হওয়ার কথা ছিল। এই সময়েই সন্ধ্যা সোয়া ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে এই ঘটনা ঘটে।।

জানা গেছে, সন্দীপ টুর্নামেন্টের মঞ্চ থেকে বেরিয়ে আসার পরপরই ওত পেতে থাকা অজ্ঞাত কেউ তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। এই ঘটনায় একজন কিশোরও আহত হয়েছে তবে সে শঙ্কামুক্ত।

এই ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌছান জলন্ধরের এসএসপি সতীন্দর সিং। সব শুনে পুলিশ জানিয়েছে, ব্যক্তিগত শত্রুতা বা পেশাগত ঈর্ষার কারণেই সন্দীপ নাঙ্গলকে গুলি করে হত্যা করা হতে পারে।

সন্দীপ বিশ্বের শীর্ষ পাঁচ কাবাডি খেলোয়াড়দের একজন। তিনি মেজর কাবাডি লীগ ফেডারেশনের প্রধান ছিলেন। বিভিন্ন কাবাডি টুর্নামেন্টে অধিনায়ক হিসাবে তিনি যুক্তরাজ্য দলের প্রতিনিধিত্ব করতেন।।

সন্দীপের নিহতের ব্যাপারে কাবাডির সাথে বিভিন্ন সংগঠনগুলো জানিয়েছে যে, খেলাটিতে প্রচুর টাকাপয়সা থাকার কারণে বেশ কয়েকটি গ্যাংস্টারও জড়িত রয়েছে। যারা খেলোয়াড়দের নিয়ে ফিক্সিং করেন। এটা তাদেরই কাজ হতে পারে।

সন্দীপ নাঙ্গল মা-বাবা, স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। তিনি স্বপরিবারে যুক্তরাজ্যে থাকতেন এবং প্রতি বছর শীতকালে কাবাডি টুর্নামেন্টে অংশ নিতে ভারতে আসতেন।

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

কাবাডির মাধ্যমে আমরা ক্রীড়া ক্ষেত্রে মাসল দেখাতে চাই : বেনজীর আহমেদ

কাবাডির মাধ্যমে আমরা ক্রীড়া ক্ষেত্রে মাসল দেখাতে চাই : বেনজীর আহমেদ

এএইচএফ কাপ হকিতে সিঙ্গাপুরকে নিয়ে ‘ছেলেখেলা’ করলো বাংলাদেশ

এএইচএফ কাপ হকিতে সিঙ্গাপুরকে নিয়ে ‘ছেলেখেলা’ করলো বাংলাদেশ

কোচকে রেখেই থাইল্যান্ড যাচ্ছে বাংলাদেশ আরচারি দল

কোচকে রেখেই থাইল্যান্ড যাচ্ছে বাংলাদেশ আরচারি দল

বিসিবির মুজিববর্ষের কনসার্টে আসছেন এ আর রহমান

বিসিবির মুজিববর্ষের কনসার্টে আসছেন এ আর রহমান