আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ১৬ মার্চ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫৪ পিএম, ১৬ মার্চ ২০২২
আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ১৬ মার্চ

ক্রীড়াবিশ্বে প্রতিদিনই ঘটে কোনো না কোনো উল্লেখ্যযোগ্য ঘটনা। ঘটনা মনে থাকলেও সময় কিংবা তারিখ মনে রাখাটা কষ্টকর। ক্রীড়া বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো স্মরণ করিয়ে দিতেই আমাদের এই আয়োজন। এক নজরে দেখে নিন ক্রীড়াবিশ্বে আজকের দিনে কি ঘটেছিল।।

২০০৭ : আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো ছয় বলে ছয় ছক্কা হাঁকানোর কীর্তি গড়েন হার্শেল গিবস। নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপে এই কীর্তি গড়েন প্রোটিয়া এই ব্যাটার।

২০০২ : ক্রাইস্টচার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিউজিল্যান্ডের জয়ের জন্য দরকার ছিল ৫৫০ রান। জয়ের প্রায় দ্বারপ্রান্তেই চলে গিয়েছিল নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত ৪৫১ রানে থামে কিউইদের ইনিংস।

২০০৭ : খুলনায় সড়ক দূর্ঘটনায় প্রাণ হারান বাংলাদেশের বাঁহাতি লেগ স্পিন অলরাউন্ডার মাঞ্জারুল ইসলাম রানা।

২০১২ : শচীন টেন্ডুলকার তার ক্যারিয়ারের শততম টেস্ট সেঞ্চুরি হাঁকান। মিরপুরে বাংলাদেশের বিপক্ষে শততম সেঞ্চুরির কীর্তি গড়েন।

১৯০৬ : ইংলিশ ক্রিকেটার মাউরিস টার্নবুলের জন্মদিন। ইংল্যান্ডের হয়ে ক্রিকেট খেলার পাশাপাশি রাগবি এবং হকিতও খেলেছিলেন।

১৯৭৪ : জিম্বাবুয়ের কিংবদন্তি পেসার হিথ স্ট্রিকের জন্মদিন।

১৯৫৪ : শ্রীলঙ্কাকে ১৯৯৬ ওয়ানডে বিশ্বকাপ জেতানো এবং বাংলাদেশের সাবেক কোচ ডেভ হোয়াটমোরের জন্মদিন।

১৯৫৯ : অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক গ্রেগ ডায়ারের জন্মদিন। অস্ট্রেলিয়ার হয়ে ৬ টেস্ট এবং ২৩ ওয়ানডে খেলেছেন।

১৯৯৭ : ওয়েস্ট ইন্ডিজের কঠিন পেস আক্রমণের বিপক্ষে দাঁড়িয়ে দ্বিশতক তুলে নেন ভারতীয় ব্যাটার নভজিৎ সিং সিধু। তার দ্বিশতকেই ম্যাচ ড্র করে ভারত।

১৯১০ : ভারত এবং ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলা ইফতিখার আলি খান পতৌদির জন্মদিন। একমাত্র ক্রিকেটার হিসেবে এই রেকর্ড গড়েন তিনি।

১৯২০ : দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার পার্সি মানসেলের জন্মদিন।

১৯৬৯ : ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার ওটিস গিবসনের জন্মদিন। 

২০২২ : অস্ট্রেলিয়ার বিপক্ষে করাচিতে জয়ের জন্য ৫০৬ রানের লক্ষ্য পায় পাকিস্তান। শেষ দুই দিনে আব্দুল্লাহ শফিক, বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে ভর করে ম্যাচ ড্র করে পাকিস্তান।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ১৫ মার্চ

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ১৫ মার্চ

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ১৪ মার্চ

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ১৪ মার্চ

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ১৩ মার্চ

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ১৩ মার্চ

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ১২ মার্চ

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ১২ মার্চ