আর্জেন্টিনা ম্যাচের আগে অপহরণ হয়েছিল ওবি মিকেলের বাবা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০১ পিএম, ০৩ জুলাই ২০১৮
আর্জেন্টিনা ম্যাচের আগে অপহরণ হয়েছিল ওবি মিকেলের বাবা

আর্জেন্টিনা বিপক্ষে ম্যাচে নাইজেরিয়ার অধিনায়ক জন ওবি মিকেলের বাবাকে অপহরণ করা হয়েছিল। পরে প্রায় ২৮ হাজার ইউএস ডলার দিয়ে ছাড়িয়ে আনা হয়েছে।

নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এনুগু প্রদেশ পুলিশের মুখপাত্র এবরে আমারাইজু বলেন, ‘সুপার ঈগলস দলের অধিনায়কের পিতা মিখায়েল ওবিকে মুক্তি দিয়েছে অপহরণকারীরা। বন্দুকের নলের মুখে অপহরণ করে নিয়ে যাওয়া সিনিয়র ওবিকে তারা খুব বেশি অত্যাচার করেনি। শুধুমাত্র প্রবল বর্ষণের মধ্যে খালি পায়ে ৫ কিলোমিটার পথ হাঁটতে বাধ্য করেছে।’

ওবি মিকেল অবশ্য জাতীয় দলের দায়িত্ব পালনটাই এগিয়ে রেখেছিলেন সবার আগে। তাই খেলা চলাকালিন ও এতদিন মুখ খোলেননি। গতকাল ২ জুলাই তার বাবাকে পুলিশ উদ্ধার করার পরই এসব জানিয়েছেন।

ইএসপিএন এক বার্তায় বলছে, একটা শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে দক্ষিণ পূর্ব নাইজেরিয়ায় যাওয়ার কথা ছিল পা ওবি মিকেলের। ২৬ জুন মাকুর্দি-ইনুগু মহাসড়কে অপহরণ করা হয় তাকে। তিনি ও তার ড্রাইভারকে একটা ‘বন্দুকযুদ্ধের’ পর ২ জুলাই উদ্ধার করেছে পুলিশ।

ষাটোর্ধ পিতাকে ছাড়াতে ঈগল অধিনায়ককে ১০ মিলিয়ন নাইরা (প্রায় ২৮ হাজার মার্কিন ডলার) পরিশোধ করতে হয়েছে। ওই ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

পুলিশের ওই মুখপাত্র বলেছেন, পুলিশ অপহরণকারীদের খোঁজে অভিযান চালাচ্ছে। এর আগে ২০১১ সালে জস শহর থেকে আরেকবার অপহৃত হয়েছিলেন সিনিয়র ওবি।

দক্ষিণ নাইজেরিয়ায় বিশিষ্ট ব্যক্তি ও ধনী ব্যক্তিদের অপহরণের ঘটনা নৈমিত্তিক ব্যাপার। মুক্তিপণের বিনিময়ে প্রায়ই তাদের অক্ষত ছেড়ে দেয়া হয়।


শেয়ার করুন :


আরও পড়ুন

নাইজেরিয়াকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করলো আর্জেন্টিনা

নাইজেরিয়াকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করলো আর্জেন্টিনা

মেসি-রোনালদো বিহীন বিশ্বকাপ ‘লজ্জার’

মেসি-রোনালদো বিহীন বিশ্বকাপ ‘লজ্জার’

‘নেইমারের অভিনয় সত্যিই মানা যায় না’

‘নেইমারের অভিনয় সত্যিই মানা যায় না’

জাপানের স্বপ্ন ভেঙে কোয়ার্টারে বেলজিয়াম

জাপানের স্বপ্ন ভেঙে কোয়ার্টারে বেলজিয়াম