স্প্রিন্টে স্বর্ণ জিতে ইতিহাস গড়লেন বাংলাদেশের ইমরানুর

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪৮ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৩
স্প্রিন্টে স্বর্ণ জিতে ইতিহাস গড়লেন বাংলাদেশের ইমরানুর

ফাইল ফটো

দেশের জন্য প্রথমবারের মতো অসাধ্যকে সাধন করলেন অ্যাথলেট ইমরানুর রহমান। কাজাখস্তানের আস্তানায় অনুষ্ঠিত এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ৬০ মিটার স্প্রিন্টে শ্রেষ্ঠত্ব অর্জন করে দেশের জন্য গৌরব এনে দিলেন তিনি। ইমরানুর রহমান এ স্বর্ণপদক জিততে সময় নিয়েছেন মাত্র ৬.৫৯ সেকেন্ড।

শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় সেমি-ফাইনালেই নিজের সেরা টাইমিং পেছনে ফেলে রেকর্ড গড়েন ইমরানুর। সে সময় দৌড় শেষ করেছিলেন ৬.৬১ সেকেন্ডে।

ফাইনালে পা রাখার পর প্রায় ২ ঘণ্টা বিশ্রামের সময় পেয়েছিলেন। এরপর ফাইনাল মাঠে নিজের গড়া রেকর্ডকে ভেঙে গড়েন আরেক রেকর্ড। কাজাখস্তানের মাটিয়ে উড়ালেন বাংলাদেশের লাল-সবুজের পতাকা।

শুক্রবার (১০ জানুয়ারি) মেয়েদের ৬০ মিটার স্প্রিন্টে অংশ নিয়েছিলেন বাংলাদেশের দ্রুততম মানবী শিরিন আক্তার। ৭.৯৩ সেকেন্ড সময় নিয়ে হিটে ৭ জনের মধ্যে সপ্তম হয়েছিলেন তিনি।

ফলে মেয়েদের বিভাগে বাংলাদেশের শিরিন আক্তার হিট থেকে ছিটকে যান। অবশ্য বাংলাদেশের ‘দ্রুততম মানবী’র টাইমিংয়ে উন্নতি হয়েছে। আগে এই ইভেন্টে ৮ দশমিক ৫০ সেকেন্ড নিয়ে দৌড় শেষ করেছিলেন।

এদিকে, ইমরানুর রহমানের ইনডোর চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার অভিজ্ঞতা থাকলেও এবারই প্রথমবারের মতো অংশ নিয়েছেন শিরিন আক্তার।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশ সফরে চারদিন পরে আসবে ইংল্যান্ড   

বাংলাদেশ সফরে চারদিন পরে আসবে ইংল্যান্ড  

ক্রীড়া প্রতিমন্ত্রীর সহায়তায় ব্রাজিল যাচ্ছেন নাজমুল আখন্দ

ক্রীড়া প্রতিমন্ত্রীর সহায়তায় ব্রাজিল যাচ্ছেন নাজমুল আখন্দ

মাঠের খেলাধুলা না করে মোবাইল আসক্তে অপরাধ বাড়ছে

মাঠের খেলাধুলা না করে মোবাইল আসক্তে অপরাধ বাড়ছে

ফাস্টফুড স্থুলতার প্রধান কারণ, সুস্থ মানসিকতায় খেলাধুলার কোন বিকল্প নেই

ফাস্টফুড স্থুলতার প্রধান কারণ, সুস্থ মানসিকতায় খেলাধুলার কোন বিকল্প নেই