ধর্ষণ মামলায় লামিচানের ৮ বছর কারাদণ্ড, ৫ লাখ রুপি জরিমানা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০৭ পিএম, ১০ জানুয়ারি ২০২৪
ধর্ষণ মামলায় লামিচানের ৮ বছর কারাদণ্ড, ৫ লাখ রুপি জরিমানা

সন্দ্বীপ লামিচান, নেপালের এ তরুণ লেগ স্পিনার ধর্ষণের মতো অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিলেন ৩০ ডিসেম্বর। এবার তাকে সাজা দিলো নেপালের একটি আদালত। ৮ বছরের কারাদণ্ডের সাথে লামিচানে মোট ৫ লাখ রুপি জরিমানা করা হয়েছে।

২০২২ সালে কাঠমান্ডুর একটি হোটেলে এক তরুণীকে ধর্ষণ করেন লামিচান। পরে ৬ সেপ্টেম্বর সেই তরুণী মামলা করলে লামিচানেকে নিষিদ্ধ করে নেপাল ক্রিকেট বোর্ড। ১৫ মাস পর মামলার রায় আসলো।

বুধবার (১০ জানুয়ারি) রায়ে সন্দ্বীপ লামিচানকে ৮ বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি ৩ লাখ রুপি জরিমানা এবং ভুক্তভুমি তরুণীকে আরও ২ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয় আদালত। রায় ঘোষণার সময় ভুক্তভুগী তরুণী আদালতে উপস্থিত ছিলেন। আদালতে তরুণী ধর্ষণের সময় নাবালক ছিল বলে উল্লেখ করলেও আদালত না খারিজ করে দিয়েছেন। যদিও একাডেমি সার্টিফিকেটে সে সময় বয়স ১৭ বছর দেখালো হয়েছে।

ধর্ষণ মামলা তদন্তের সময় লামিচান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে ওয়েস্ট ইন্ডিজে ছিলেন। পরে সেখান থেকে দেশে ফিরতে না চাইলে ইন্টারপোলের মাধ্যমে ২০২২ সালের ৬ অক্টোবর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


শেয়ার করুন :