যুব ও ক্রীড়া মন্ত্রী হলেন নাজমুল হাসান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩০ পিএম, ১১ জানুয়ারি ২০২৪
যুব ও ক্রীড়া মন্ত্রী হলেন নাজমুল হাসান

প্রথমবারের মতো মন্ত্রী হয়েই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ আসন থেকে বিজয়ী হয়েছেন তিনি। এর আগে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হলেও এবারই প্রথম মন্ত্রী সভার সদস্য হলেন তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর বুধবার (১০ জানুয়ারি) শপথ গ্রহণ করেন তিনি। এরপর আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) মন্ত্রী হিসেবে মহামান্য রাষ্ট্রপতির কাছে শপথবাক্য পাঠ করেন। এরপর মন্ত্রীদের দফতর বন্টন করা হয়।

নাজমুল হাসান পাপন ২০১২ সালের অক্টোবর মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদে দায়িত্ব পালন করে আসছেন। দীর্ঘ ১১ বছর ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্ব সামলাচ্ছেন তিনি। টানা চতুর্থ মেয়াদে একই পদে এখনো দায়িত্বে রয়েছেন।

একাদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন জাহিদ আহসান রাসেল। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলেও তাকে আর মন্ত্রী সভায় রাখেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্ত্রী হলেও আপাতত বিসিবি সভাপতির পদ থেকে সরে যাচ্ছেন না। বেশ কিছু আইনি প্রক্রিয়া থাকায় মন্ত্রণালয়ের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্বেও থাকছেন তিনি। বিসিবিতে নাজমুল হাসান পাপনের সভাপতির বর্তমান পদে ২০২৫ সাল পর্যন্ত মেয়াদ রয়েছে।  


শেয়ার করুন :