আবারও দেশের দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪৫ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৪
আবারও দেশের দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন

আবারও দেশের দ্রুততম মানব-মানবী হয়েছেন সেনাবাহিনীর ইমরানুর রহমান ও নৌবাহিনীর শিরিন আক্তার। ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টে সেরা হতে ইমরান সময় নিয়েছেন ১০ দশমিক তিন ছয় সেকেন্ড। নারীদের ১০০ মিটার স্প্রিন্টে টানা ১৫ বার দ্রুততম মানবীর খেতাব অর্জন করতে শিরিন সময় নিয়েছেন ১২.১১ সেকেন্ড।

নারী বিভাগে ৫ হাজার মিটার দৌড়ে রেকর্ড করেছেন নৌবাহিনীর শাসসুন্নাহার রত্না। সময় নিয়েছেন ১৮:৪৯.৩৮ সেকেন্ড। নারী শটপুটে ইভেন্টে রেকর্ড করেছেন নৌবাহিনীর জাকিয়া আক্তার।

তিনি ১৩.৫২ মিটার অতিক্রম করেছেন। ১৯৯২ সাল থেকে ১২.১৪ মিটার অতিক্রম করে এ রেকর্ডটি এতদিন দখলে রেখেছিলেন নেলী জেসমিন।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এর আগে ৪৭তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ও বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি মো. তোফাজ্জল হোসেন মিয়া।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু, যুব ও ক্রীড়া সচিব ডক্টর মহিউদ্দিন আহমেদ, সংসদ সদস্য নূর উদ্দিন চৌধুরী নয়ন এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান।

দুই দিনব্যাপী প্রতিযোগিতায় ৪০টি ইভেন্টে ৬৩টি সংস্থা ও দলের ৫২৯ জন অ্যাথলেট অংশগ্রহণ করেন।


শেয়ার করুন :