রিমার্ক-হারল্যানের ভূয়সী প্রশংসা করলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ। বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যঅসোসিয়েশন (বিহা) আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট, ‘অরিক্স প্রেজেন্টস বিহা চ্যাম্পিয়ন্স লিগ (বিসিএল) ২০২৫’ পাওয়ার্ড বাই লিলি-এর ট্রফি উন্মোচন করেন তিনি।
রোববার রাজধানীর এক অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সম্প্রতি সময়ে ক্রিকেটে রিমার্ক-হারল্যানের স্বতস্ফুর্ত অংশগ্রহণ ও ক্রিকেটের অগ্রযাত্রায় অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরেন বিসিবি সভাপতি।
ফারুক আহমেদ বলেন, আমরা আশা করি রিমার্ক-হারল্যান আগামীতে ক্রিকেটে আরও বড় ভূমিকা পালন করবে। আমি প্রতিনিয়তই শিখছি এবং চেষ্টা করছি। বোর্ড সভাপতি হিসেবে আমার কিছু ভুল হতে পারে। তবে আমরা যদি একসঙ্গে কাজ করি তবে নিশ্চয়ই দারুণ কিছু উপহার দিতে পারবো।
বিহা প্রেসিডেন্ট এইচ এম হাকিম আলী এ আয়োজনের ব্যপ্তিতে সংবাদ মাধ্যমের আগ্রহ দেখে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, বিহা চ্যাম্পিয়ন্স লিগ ২০২৫ আতিথেয়তা খাতের ঐক্য ও উদ্দীপনার প্রকৃত প্রতিচ্ছবি।
অনুষ্ঠানে রিমার্ক-হারল্যানের এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্রনায়ক মামনুন হাসান ইমন বলেন, রিমার্ক-হারল্যান বরাবরই ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকতে সচেষ্ট। তারই ধারাবাহিকতায়, রিমার্কের ডিটারজেন্ট ব্র্যান্ড লন্ড্রি এক্সপার্ট অরিক্স টাইটেল স্পনসর হিসেবে যুক্ত হয়েছে। দেশের নামি-দামি সব তারকা হোটেল ও রিসোর্টের সমন্বয়ে এ রকম একটি আয়োজনের অংশ হতে পেরে আমরা আনন্দিত।
অরিক্স-বিহা চ্যাম্পিয়নস লিগ চেয়ারম্যান শাখাওয়াত হোসেন বলেন, আমাদের খেলোয়াড়সুলভ দৃঢ় দলীয় চেতনা বজায় রেখে দলগত কাজ ও দায়িত্ববোধের শিক্ষাকে শানিত করতে এ টুর্নামেন্ট কাজে লাগবে। এমন একটি উদ্যোগের জন্য আয়োজনের পৃষ্ঠপোষকদের ধন্যবাদ।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অরিক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম, চিত্রনায়িকা মাসুমা নাবিলা, চমক, দীঘি ও সৌমি।
রিমার্ক এলএলসি ইউএসএ’র অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান রিমার্ক এইচবি’র ডিটারজেন্ট ব্র্যান্ড অরিক্স, বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন (বিহা) আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট, বিহা চ্যাম্পিয়ন্স লিগ ২০২৫-এর টাইটেল স্পনসর হিসেবে যুক্ত হয়েছে।
অরিক্স-এর পাশাপাশি, বিহা চ্যাম্পিয়ন্স লিগ ২০২৫ টুর্নামেন্টে পাওয়ার্ড বাই স্পনসর হিসেবে থাকছে রিমার্ক-হারল্যানের বিউটি ব্র্যান্ড লিলি ও কো-স্পনসর হিসেবে থাকছে সানবিট, একনল, টাইলক্স ও হারল্যান।
৮ মে ২০২৫ থেকে গুলশানের ইয়ুথ ক্লাব মাঠে শুরু হবে এ টুর্নামেন্ট। যা একটানা ১৪ চলবে। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৬ মে ২০২৫ তারিখে একই মাঠে।
বাংলাদেশের প্রধান প্রধান ২০টি হোটেলের প্রতিযোগিতামূলক অংশগ্রহণে বিহা চ্যাম্পিয়ন্স লিগ ২০২৫ একটি আন্তর্জাতিক রূপ পেতে চলেছে। এতে অংশগ্রহণ করছে আমারি ঢাকা, অ্যাসকট প্যালেস ঢাকা, বেস্ট ওয়েস্টার্ন প্লাস ম্যাপল লিফ, ক্রাউন প্লাজা ঢাকা গুলশান, হ্যানসা – আ প্রিমিয়াম রেসিডেন্স, হলিডে ইন ঢাকা সিটি সেন্টার – অ্যান আইএইচজি হোটেল, হোটেল অমনি রেসিডেন্সি ঢাকা, হোটেল সারিনা ঢাকা, ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, লেকশোর বনানী, লা মেরিডিয়ান ঢাকা, প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা, প্লাটিনাম হোটেলস বাই শেলটেক, রেনেসাঁ ঢাকা গুলশান হোটেল, স্যায়ম্যান বিচ রিসোর্ট লিমিটেড, শেরাটন ঢাকা, সিক্স সিজনস হোটেল, দ্য পেনিনসুলা চিটাগং পিএলসি, দ্য রেইট্রি ঢাকা এবং দ্য ওয়েস্টিন ঢাকা।
রিমার্ক-হারল্যান বরাবরই সুস্থ সংস্কৃতি ও ক্রীড়ার বিকাশের জন্য কাজ করে যাচ্ছে এবং সরাসরি বিভিন্ন মাধ্যমে সম্পৃক্ত থেকে দেশের খেলাধুলার আপামর উন্নয়নের জন্য অবদান রেখে যাচ্ছে। বিহা চ্যাম্পিয়ন্স লিগ ২০২৫-এর সাথে রিমার্ক-হারল্যানের এই সংযুক্তি রিমার্কের এই লক্ষ্যকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।