বনানীর অগ্নিকাণ্ডে এক ক্রিকেটারের প্রাণহানী

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০০ এএম, ২৯ মার্চ ২০১৯
বনানীর অগ্নিকাণ্ডে এক ক্রিকেটারের প্রাণহানী

রাজধানীর বনানীর বহুতল ভবনে অগ্নিকাণ্ডে বাংলাদেশি এক ক্রিকেটারের মৃত্যু হয়েছে। মাগুরার নাহিদুল ইসলাম তুষার নামের এই ক্রিকেটার স্থানীয় ক্রিকেটে লিগে নিয়মিত খেলতেন।

ঘরোয়া ক্রিকেটে গতির ঝড় তোলা তুষারের স্বপ্ন ছিল একদিন জাতীয় পর্যায়ে খেলবেন। তবে সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই আগুনের তার জীবন প্রদীপ নিভে গেল।

মাগুরার এই ক্রিকেটারের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বর্তমান চ্যাম্পিয়ন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মিডিয়া ম্যানেজার নয়ন খান।

গণমাধ্যমকে খান নয়ন বলেন, মাগুরার এক বন্ধু নাহিদুল ইসলাম তুষার বনানীতে আগুনে পুড়ে মারা গেছে।তুষার বাঁ হাতি পেস বোলার ছিল। সবাই ‘লেফটি তুষার’ বলে ডাকতাম।

তিনি আরও বলেন, মাগুরা জেলা টিমের ক্রিকেটার ছিল সে। স্টেডিয়ামের অপর পাশে আদর্শ পাড়াতে থাকতো। দারুণ এক হাসিখুশি বিনয়ী ছেলে ছিল তুষার।

নিহত ক্রিকেটার তুষারের মরদেহ এখন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের মর্গে রাখা রয়েছে বলেও জানান তিনি। 

নিহত নাহিদুল ইসলাম তুষারের বাবা ইশহাক আলি মাগুরা হেলথের ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে টাঙ্গাইলে পৈত্রিক বাড়িতে পরিবারসহ বসবাস করেন। আর ক্রিকেটার তুষার খেলাধুলার পাশাপাশি এয়ার হ্যারিটেজ নামক একটা প্রতিষ্ঠানে চাকরি করতেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে বনানীর ১৭ নম্বর রোডে ২২ তলা এফআর টাওয়ারের নবম তলায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। দীর্ঘ ৫ ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের ২২টি উইনিট আগুন নিয়ন্ত্রণে আনে। শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রীলঙ্কার এক নাগরিকসহ ২৫ জন নিহত এবং ৭৩ জন আহত হয়েছেন।


শেয়ার করুন :


আরও পড়ুন

এশিয়া কাপ আরচারির ফাইনালে বাংলাদেশের রোমান

এশিয়া কাপ আরচারির ফাইনালে বাংলাদেশের রোমান

প্রীতি ভলিবল ম্যাচে বাংলাদেশকে হারিয়ে দিল ভারতীয় সেনারা

প্রীতি ভলিবল ম্যাচে বাংলাদেশকে হারিয়ে দিল ভারতীয় সেনারা

আইটিএফ দলভুক্ত হলেন রুমান-মাসফিয়া-আলভি

আইটিএফ দলভুক্ত হলেন রুমান-মাসফিয়া-আলভি

প্রথমবারের মতো বিক্রি হবে টাইগারদের অফিসিয়াল জার্সি

প্রথমবারের মতো বিক্রি হবে টাইগারদের অফিসিয়াল জার্সি