শ্রীলঙ্কায় বোমা হামলায় শোকস্তবদ্ধ ক্রিকেট বিশ্ব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৪২ পিএম, ২১ এপ্রিল ২০১৯
শ্রীলঙ্কায় বোমা হামলায় শোকস্তবদ্ধ ক্রিকেট বিশ্ব

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে জুমার নামাজ আদায়ের সময় এক বন্দুকধারী সন্ত্রাসীর গুলিতে ৪০ জন প্রাণ হারিয়েছিলেন। সে সময় অল্পের জন্য রক্ষা পেয়েছিলেন বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার। এবার খ্রিস্টানদের ইস্টার সানডে পালনকালে শ্রীলঙ্কায় চার্চ ও হোটেলে বোমা হামলার ঘটনা ঘটলো।

লঙ্কার রাজধানী কলম্বোতে রোববার (২১ এপ্রিল) এ ন্যাক্কারজনক ঘটনায় দুই শতাধিক লোক নিহত ও বহু আহত হয়েছেন। এমন জঙ্গি এবং বর্বর হামলার ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়েছে ক্রিকেট বিশ্ব।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানিয়েছেন বিশ্বের তারকা খেলোয়াড়রা। সেই তালিকায় আছেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল, উইকেট কিপার মুশফিকুর রহীম, শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, ভারতের মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার, ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি, পাকিস্তানের শোয়েব আকতার, শহীদ আফ্রিদীসহ আরও অনেকে।

নিউজিল্যান্ডে বন্দুকধারী সন্ত্রাসীর হামলা থেকে অল্পের জন্য রক্ষা পাওয়া বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল লিখেছেন, ‘শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার খবর হৃদয়বিদারক। এ ধরনের পাশবিক এবং বর্বর ঘটনার কোনো ঠাঁই এই পৃথিবীতে হতে পারে না। এমনকি এগুলো কোনোভাবেই আমাদের চিন্তা এবং মানবিকতায় ঠাঁই নিতে পারে না।’

সাঙ্গাকারা লিখেছেন, ‘আমি পুরোপুরি বিস্মিত-ক্ষুব্ধ। হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। এমন বর্বর কর্মকাণ্ডের জন্য ঘৃণা জানানোর ভাষা আমার কাছে নেই। নিহত এবং আহতদের জন্য আমার হৃদয় ভেঙে গেছে। যারা এসব বর্বর হামলার শিকার, তাদের সবার প্রতি দোয়া এবং প্রার্থনায় করছি। তাদের সবার প্রতি আমার ভালোবাসা রইল।’

টেন্ডুলকার লিখেছেন, ‘শ্রীলঙ্কার বিভিন্ন স্থানে হামলার ঘটনা শুনে আমি ক্ষুব্ধ এবং বিস্মিত। এমন সন্ত্রাসী হামলার জন্য ঘৃণা প্রকাশ করছি।’

টুইটারে ভারত অধিনায়ক কোহলি লিখেছেন, ‘শ্রীলঙ্কায় বিস্ফোরণের ঘটনায় আমরা আতঙ্কিত। এমন বর্বর ঘটনায় আহত ও নিহতদের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

শহিদ আফ্রিদি সব ক্রিকেটারদের মতো ব্যাথিত হয়েছে টুইট করেছেন। বলেন, ‘শ্রীলঙ্কার হামলার ঘটনা দুঃখজক। আক্রান্ত ব্যক্তিদের গভীর সমবেদনা জানাচ্ছি। মানবতা বৃদ্ধি পেলে, আমরা সন্ত্রাসবাদ রুখে দিতে পারবো।’


শেয়ার করুন :


আরও পড়ুন

শ্রীলঙ্কার হামলায় মুশফিকের নিন্দা

শ্রীলঙ্কার হামলায় মুশফিকের নিন্দা

আইপিএল খেলতে গিয়ে বাবুর্চির ভূমিকায় সাকিব

আইপিএল খেলতে গিয়ে বাবুর্চির ভূমিকায় সাকিব

দুর্দান্ত ক্রিকেটার হয়েও বিশ্বকাপ খেলননি তারা

দুর্দান্ত ক্রিকেটার হয়েও বিশ্বকাপ খেলননি তারা

বিশ্বকাপে খেলবে খুলনার ৭ ক্রিকেটার

বিশ্বকাপে খেলবে খুলনার ৭ ক্রিকেটার