বিএসপিএ বর্ষসেরা ক্রীড়া সাংবাদিক তারেক মাহমুদ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩৯ পিএম, ০৬ অক্টোবর ২০১৯
বিএসপিএ বর্ষসেরা ক্রীড়া সাংবাদিক তারেক মাহমুদ

বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি (বিএসপিএ) গত ৩ বছর ধরে ক্রীড়া সাংবাদিক ও লেখকদের স্বীকৃতি প্রদান করছে। তারই ধারাবাহিকতায় ২০১৮ সালের সেরা ক্রীড়া সাংবাদিকদের পুবস্কার দেওয়া হয়েছে। ২০১৮ সালের ম্যাক্স-বিএসপিএ নাইটের সবচেয়ে বড় পুরস্কার ‌‘তওফিক আজিজ খান ট্রফি’ জিতেছেন প্রথম আলোর স্পোর্টস প্রধান তারেক মাহমুদ।

শনিবার (৫ অক্টোবর) রাজধানীর ফারস হোটেলের সিন্দুরপুর হলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

বিএসপিএ বর্ষসেরা পারফর্মার হয়েছেন কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি সনৎ বাবলা। এছাড়া বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস সম্মাননা পেয়েছেন দুই সিনিয়র ক্রীড়া সাংবাদিক আল-আমীন ও তালহা বিন নজরুল।

সেরা ফিচার রিপোর্ট বা ডকুমেন্টারির জন্য রণজিৎ বিশ্বাস ট্রফি জিতেছেন চ্যানেল২৪ এর স্টাফ রিপোর্টার সাদমান সাকিব। বর্ষসেরা সিরিজ রিপোর্টের পুরস্কার ‘আব্দুল হামিদ ট্রফি’ পেয়েছেন কালের কণ্ঠের সিনিয়র সাব-এডিটর রাহেনুর ইসলাম।
sportsmail24
বর্ষসেরা ক্রীড়া সাংবাদিক তারেক মাহমুদ আরও একটি পুরস্কার জিতেছেন। তা হলো- বর্ষসেরা এক্সক্লুসিভ রিপোটের পুরস্কার ‘বদি-উজ-জামান ট্রফি’।

কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি মাসুদ পারভেজ বর্ষসেরা সাক্ষাৎকারের জন্য পেয়েছেন আতাউল হক মল্লিক ট্রফি।স্পোর্টস ফটোগ্রাফির বর্ষসেরা পুরস্কার বদরুল হুদা চৌধুরী ট্রফি পেয়েছেন ডেইলি স্টারের স্টাফ ফটোগ্রাফার ফিরোজ আহমেদ।

অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।বিএসপিএ সভাপতি মোস্তফা মামুনের সভাপতিত্বে এ আয়োজনে বিশেষ অতিথি ছিলেন ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর। অনুষ্ঠানের শেষ দিকে সঙ্গীত পরিবেশন করেন প্রখ্যাত কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদী।


শেয়ার করুন :


আরও পড়ুন

স্বপ্নের পথে আহাদের এগিয়ে চলা

স্বপ্নের পথে আহাদের এগিয়ে চলা

ইংল্যান্ডের বর্ষসেরা খেলোয়াড় স্টোকস

ইংল্যান্ডের বর্ষসেরা খেলোয়াড় স্টোকস

বিএসজেএ-কুল মিডিয়া কাপ ফুটবলে চ্যাম্পিয়ন ঢাকা ট্রিবিউন

বিএসজেএ-কুল মিডিয়া কাপ ফুটবলে চ্যাম্পিয়ন ঢাকা ট্রিবিউন

ক্রীড়া ক্লাবগুলো ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনেই থাকা উচিত

ক্রীড়া ক্লাবগুলো ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনেই থাকা উচিত