চ্যাম্পিয়ন বিমান, রানার্সআপ হামিদ গ্রুপ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪৬ এএম, ২৩ ডিসেম্বর ২০১৯
চ্যাম্পিয়ন বিমান, রানার্সআপ হামিদ গ্রুপ

আকাশ কর্পোরেট ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের দলগত ইভেন্টে বিমান বাংলাদেশ চ্যাম্পিয়ন ও হামিদ গ্রুপ রানার্সআপ হয়েছে। ঢাকা অফিসার্স ক্লাবে টুর্নামেন্টের এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনালে নারী একক ইভেন্টে বিমানের কনিকা রানী চ্যাম্পিয়ন ও হামিদ গ্রুপের সামাহা রানার্সআপ হন। এছাড়া পুরুষ এককে ইউরোপা গ্রুপের মোহাম্মদ মিনহাজ চ্যাম্পিয়ন ও বিকাশের রইস উদ্দিন রানার্সআপ হন।

পুরুষ দ্বৈতে গ্রামীণফোনের কামরুল ও সালেহ জুটি চ্যাম্পিয়ন ও বিমানের শামীম ও নাফি জুটি রানার্সআপ হন। নারী দ্বৈতে বিমানের রুহি ও নুপুর চ্যাম্পিয়ন এবং হামিদ গ্রুপের সামাহা ও জাভেরিয়া জুটি রানার্সআপ হয়। মিশ্র দ্বৈতে হামিদ গ্রুপের কবির সুমন ও জাভেরিয়া জুটি চ্যাম্পিয়ন ও বিমানের কনিকা রুহি ও কৌশিক বড়ূয়া জুটি রানার্সআপ হয়।

৯টি কর্পোরেট হাউজ আকাশ, হামিদ গ্রুপ, বিকাশ, সিটি ব্যাংক, ইউরোপা ফুড এন্ড বেভারেজ, গ্রামীণফোন, নগদ এবং ওয়ালটনের হয়ে ৬০ জন পুরুষ ও ২৫ জন নারী শাটলার পুরুষ একক, নারী একক, পুরুণ ডাবলস, নারী ডাবলস এবং মিশ্র দ্বৈত পাঁচটি ইভেন্টে অংশ নেন।


শেয়ার করুন :


আরও পড়ুন

জাতীয় পতাকার পেছনের গল্প বললেন মুশফিক

জাতীয় পতাকার পেছনের গল্প বললেন মুশফিক

এসএ গেমসে বাংলাদেশের প্রত্যাশার চেয়েও বেশি সফলতা

এসএ গেমসে বাংলাদেশের প্রত্যাশার চেয়েও বেশি সফলতা

সোনায় মোড়ানো বাংলাদেশের আরচ্যারি, ১০টিতেই স্বর্ণ

সোনায় মোড়ানো বাংলাদেশের আরচ্যারি, ১০টিতেই স্বর্ণ

পেলের এক জার্সির দাম ২৮ লাখ টাকা

পেলের এক জার্সির দাম ২৮ লাখ টাকা