জকোভিচের কাঁধের চোট নতুন করে ভাবাচ্ছে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১১ পিএম, ২৬ আগস্ট ২০২০
জকোভিচের কাঁধের চোট নতুন করে ভাবাচ্ছে

নিউ ইয়র্কে সোমবার (৩১ আগস্ট) শুরু হচ্ছে ইউএস ওপেন ২০২০। তবে নোভাক জকোভিচকে এ টুর্নামেন্টে কতটা সুস্থ অবস্থায় পাওয়া যাবে, তা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। শুধু তাই নয়, টুর্নামেন্ট থেকে তার নাম প্রত্যাহারের সম্ভাবনা নিয়েও জল্পনা শুরু হয়েছে।

ছয় মাস পর ওহিয়োয় প্রথম এটিপি টুর্নামেন্টে নেমে কাঁধে ব্যথা পেয়েছেন নোভাক জকোভিচ। ব্যথা এতোই বেশি ছিল যে, কোর্টের পাশেই দু’বার ম্যাসাজ নিতে হয়েছে তাকে।

ওয়েস্টার্ন অ্যান্ড সাউদার্ন ওপেনে রিকার্ডাস বেরানকিসের মতো অখ্যাত প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে সাতবার ডাবল-ফল্ট করছেন। স্ট্রেট সেটে ৭-৬ (২), ৬-৪ জিতলেও অনেক পরিশ্রম করে জিততে হয়েছে জকোভিচকে।

সম্প্রতি সার্বিয়ান তারকা করোনাভাইরাসে সংক্রমিত হয়েছিলেন। প্রাণঘাতি এ ভাইরাসের সময় তার নেতৃত্বে প্রদর্শনী টুর্নামেন্ট আদ্রিয়া ওপেনকে ঘিরে বিতর্কের ঝড় উঠে। করোনা থেকে মুক্ত হওয়ার পর ইউএস ওপেনে খেলবেন বলে ঘোষণা দেন।

এদিকে ইউএস ওপেন থেকে বর্তমান চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল তার নাম প্রত্যাহার করে নেওয়ায় জকোভিচের সামনে একটি ভালো সুযোগ রয়েছে। তবে এখন তার চোট নিয়ে নতুন করে ভাবাচ্ছে।

ব্যাথা প্রসঙ্গে নোভাক জকোভিচ জানিয়েছেন, ‌ব্যথাটার সঙ্গে প্রত্যেকদিন যুদ্ধ করছি। শেষ তিন-চার দিন এ রকমই চলছে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

প্রাগ ওপেনের শিরোপা জিতেছেন হালেপ

প্রাগ ওপেনের শিরোপা জিতেছেন হালেপ

জয় দিয়ে কোর্টে ফিরলেন অ্যান্ডি মারে

জয় দিয়ে কোর্টে ফিরলেন অ্যান্ডি মারে

বাতিল হলো মাদ্রিদ ওপেন

বাতিল হলো মাদ্রিদ ওপেন

যখন চাকা আর চলতে চাইবে না, গাড়ি থামিয়ে দেব : ফেদেরার

যখন চাকা আর চলতে চাইবে না, গাড়ি থামিয়ে দেব : ফেদেরার