ফ্রেঞ্চ ওপেন থেকে সরতে পারেন সুইস তারকা ফেদেরার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:০৫ এএম, ০৭ জুন ২০২১
ফ্রেঞ্চ ওপেন থেকে সরতে পারেন সুইস তারকা ফেদেরার

বয়স প্রায় ৪০ এর ঘরে, এরপরও একের পর এক টুর্নামেন্ট খেলে যাচ্ছেন সুইস টেনিস তারকা রজার ফেদেরার। কিন্তু হাঁটুর চোটের কারণে এখন খেলাটাকে ঠিক আগের মত উপভোগ করতে পারছেন না তিনি। হাঁটুর চোট থেকে ফিরে ফ্রেঞ্চ ওপেন খেলতে নেমেছিলেন। তবে হাঁটুর চোটের কারণেই ফ্রেঞ্চ ওপেন থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার কথা ভাবছেন তিনি।

হাঁটুর জোড়া চোট কাটিয়ে ফেরার পর শনিবার (৫ জুন) ৬ষ্ঠ ম্যাচ খেলতে নেমেছিলেন রজার ফেদেরার। ডমিনিক কোপফেরের বিপক্ষে সে ম্যাচটা গড়িয়েছিল সাড়ে তিন ঘন্টায়। যদিও ম্যাচটা নিজের বগলদাবা করে নিয়েছিলেন।

ক্যারিয়ারের শেষে দিকে এ রকম চোট নিয়ে দীর্ঘ সময় ধরে ম্যাচ খেললে নিজের ইনজুরি বাড়বে বলে মনে করেন রজার ফেদেরার। এ বিষয়ে তিনি বলেন, ‘এ ধরনের ম্যাচ জিতে গেলে শারীরিক এবং মানসিক দিক বেশ ভালোভাবে বিশ্লেষণ করি। এরপর কী ঘটতে যাচ্ছে তা নিয়ে ভাবি।’

ফ্রেঞ্চ ওপেনের পরপরই অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের উইম্বলডন। সেখানে ভালো খেলার জন্য নিজেকে বিশ্রাম দেওয়ার কথা ভাবছেন রজার ফেদেরার। এ কারণে তিনি ফ্রেঞ্চ ওপেন থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার কথা ভাবছেন। ফেদেরার বলেন, ‘খেলা না খেলার বিষয়ে রোববার বসবো। আমার একটা বিশ্রাম দরকার। বিশ্রামের বিষয়ে আমরা সিদ্ধান্ত আসবো’।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

সাকিবের বিরুদ্ধে বায়ো-বাবল ভঙ্গের অভিযোগ

সাকিবের বিরুদ্ধে বায়ো-বাবল ভঙ্গের অভিযোগ

এশিয়ার সবচেয়ে কম বয়সী ফুটবলার বাংলাদেশের রিমন

এশিয়ার সবচেয়ে কম বয়সী ফুটবলার বাংলাদেশের রিমন

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যুর তালিকায় ওমান

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যুর তালিকায় ওমান

চুক্তি নিয়ে ঝামেলা, অনিশ্চিত শ্রীলঙ্কার ইংল্যান্ড সফর

চুক্তি নিয়ে ঝামেলা, অনিশ্চিত শ্রীলঙ্কার ইংল্যান্ড সফর