টেনিসের নতুন রানী ক্রেইচিকোভা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫২ এএম, ১৪ জুন ২০২১
টেনিসের নতুন রানী ক্রেইচিকোভা

রীতিমতো ইতিহাসই গড়লেন বারবোরা ক্রেইচিকোভা। আগে কখনো চতুর্থ রাউন্ডই পার হতে পারেননি তিনি। আর এবার তিনিই হয়ে গেলেন টেনিসের রানী। চেক রিপাবলিকের বারবোরা ক্রেইচিকোভা নারী এককের ফাইনালে রাশিয়ার আনাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভাকে হারিয়ে প্রথম বারের মতো শিরোপা লাভ করেন ক্রেইচিকোভা।

শনিবার (১২ জুন) তিন সেটের গেমে ৬-১, ২-৬ ও ৬-৪ ব্যবধানে পাভলিউচেঙ্কোভাকে হারান তিনি। ফরাসি ওপেনে গত ৫ বছরে তিনিই তৃতীয় টেনিস তারকা, যিনি অবাছাই হিসেবে খেতাব জিতলেন। ক্যারিয়ারে এটিই প্রথম গ্র্যান্ড স্লাম তার।

১৯৮১ সালের পর এই প্রথম আবারও কোন চেক রিপাবলিকান নারীর হাতে ট্রফি উঠলো। ১৯৮১ সালে সর্বশেষ চেক রিপাবলিকের ইয়ানা মান্ডলিকোভা এ খেতাব অর্জন করেছিলেন।

শিরোপা জয়ের পর ক্রেচিকোভা বলেন, 'আমি রোলা গ্যারোয় চ্যাম্পিয়ন হয়েছি, বিশ্বাসই হচ্ছে না। কোচের মৃত্যুর পর খুব বাজে সময় পার করেছি। ওই সময়গুলো আমাকে আরও শক্ত হতে সাহায্য করেছে। হয়তো কোথাও থেকে ইয়ানা আমার এই সাফল্য দেখছে, আমি তাকে ধন্যবাদ দিতে চাই। সে না থাকলে এ অর্জন সম্ভব হতো না।'

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

নাদাল দুর্গে জোকোভিচের হানা

নাদাল দুর্গে জোকোভিচের হানা

সেমিফাইনালে মুখোমুখি গত আসরের দুই ফাইনালিস্ট

সেমিফাইনালে মুখোমুখি গত আসরের দুই ফাইনালিস্ট

আটকের একদিন পরই মুক্ত সিজিকোভা

আটকের একদিন পরই মুক্ত সিজিকোভা

ফ্রেঞ্চ ওপেন থেকে ছিটকে গেলেন নারীদের নম্বর ওয়ান

ফ্রেঞ্চ ওপেন থেকে ছিটকে গেলেন নারীদের নম্বর ওয়ান