ফেড কাপ টেনিসের ফাইনালে চেক প্রজাতন্ত্র ও যুক্তরাষ্ট্র

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৫ পিএম, ২৩ এপ্রিল ২০১৮
ফেড কাপ টেনিসের ফাইনালে চেক প্রজাতন্ত্র ও যুক্তরাষ্ট্র

ফেড কাপ টেনিসে আসরের ফাইনালে উঠলো চেক প্রজাতন্ত্র ও যুক্তরাষ্ট্র। সেমিফাইনালে জার্মানিকে হারিয়ে এক মৌসুম পর আবারো ফাইনালে উঠেছে চেক প্রজাতন্ত্র। আর ফ্রান্সকে হারিয়ে টানা দ্বিতীয় বারের মতো ফাইনালের টিকিট কেটেছে যুক্তরাষ্ট্র।

জার্মানির অ্যাঞ্জেলিক কেরবারকে উড়িয়ে দিয়ে জয় পেয়েছেন চেক প্রজাতন্ত্রের পেত্রা কিতোভা। সেমিফাইনালে কেরবারকে ৬-২, ৬-২ গেমে হারিয়েছেন দুইবারের উইম্বলডন জয়ী এই তারকা। কিতোভার গ্রাউন্ডস্ট্রোকগুলো সামলাতে হিমশিম খেতে হয়েছে সাবেক নাম্বার ওয়ান কেরবারকে।

সবশেষ ৮ বছরে ষষ্ঠবারের মতো ফেড কাপের ফাইনালে উঠলো চেক প্রজাতন্ত্র। যদিও দিনের আরেক ম্যাচে জয় পেয়েছিলেন জার্মানির শীর্ষ তারকা জুলিয়া জর্জেস। ক্যারোলিনা প্লিসকোভাকে তিনি হারিয়েছেন ৬-৪, ৬-২ গেমে।

সেমিফাইনালে পলিনকে টাইব্রেকে ৭-৬ ও ৬-৪ গেমে হারিয়েছেন যুক্তরাষ্ট্রের ম্যাডিসন কিস। আরেক ম্যাচে ফ্রেঞ্চ খেলোয়াড় ক্রিস্টিনাকে পাত্তাই দেননি ইউএস ওপেন জয়ী তারকা স্লোয়েন স্টিফেনস। তিনি জিতেছেন ৬-২, ৬-০ গেমে।


শেয়ার করুন :


আরও পড়ুন

জয় দিয়ে সেরেনার প্রত্যাবর্তন

জয় দিয়ে সেরেনার প্রত্যাবর্তন

আবারও ফিরব, লড়াই করব

আবারও ফিরব, লড়াই করব

আফ্রিকার শিশুদের জন্য কোর্টে ফেদেরার-গেটস

আফ্রিকার শিশুদের জন্য কোর্টে ফেদেরার-গেটস

মেয়েই সেরেনার বড় প্রেরণা

মেয়েই সেরেনার বড় প্রেরণা