করোনাভাইরাসের ভ্যাকসিন না নেওয়ায় বছরের প্রথম গ্র্যান্ডস্লাম অস্ট্রেলিয়ান ওপেন খেলতে পারেননি টেনিস তারকা নোভাক জোকোভিচ। তবুও তার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াননি। এবার ভ্যাকসিন না নিলেও উইম্বলডন খেলতে কোন বাঁধা থাকছে না জোকোভিচের। অল ইংল্যান্ড ক্লাব জানিয়েছে ভ্যাক্সিন না নিলেও খেলতে পারবেন নোভাক জোকোভিচ।
মঙ্গলবার (২৬ মার্চ) এক বিজ্ঞপ্তিতে উইম্বলডন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য ভ্যাক্সিন নেওয়াটা শর্ত হবে না। এটা খেলোয়াড়দের ব্যক্তিগত ইচ্ছা। তবে সব খেলোয়াড়কেই ভ্যাক্সিন নেওয়ার জন্য উৎসাহিত করা হবে।
এর আগে চলতি বছর জানুয়ারীতে অস্ট্রেলিয়ান ওপেনে ভ্যাক্সিন নিয়ে বিরূপ অভিজ্ঞতার শিকার হতে হয়েছিল জোকোভিচকে। ভ্যাকসিন না নেওয়ায় অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিতে পারেননি। নানা ঝামেলা পেরিয়ে তাকে ফিরে আসতে হয়েছিল।
জোকোভিচের অস্ট্রেলিয়ান ওপেনে খেলার বিষয়টি আদালত পর্যন্ত গড়ালেও শেষ পর্যন্ত আর টুর্নামেন্টে অংশ নিতে পারেননি। এমনকি জোকোভিচের বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় ঢোকার নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে।
২০২০ ও ২০২১ সালে দুইবার করোনাতে আক্রান্ত হয়েছিলে সাবেক এক নম্বর টেনিস তারকা জোকোভিচ। দ্বিতীয় সর্বোচ্চ (২০) গ্রান্ডস্লাম জয়ী এই সার্বিয়ান তারকা বলেছিলেন যদি ভ্যাক্সিন নিতে হয় গ্রান্ডস্লাম টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য তাহলে তিনি অংশ নিবেন না।
তবে ভ্যাক্সিন বাঁধা আর খুব বেশি থাকছে আসন্ন গ্রান্ডস্লাম টুর্নামেন্টগুলোতে। জোকোভিচও তাই ভ্যাক্সিন না নিয়েও অংশ নিতে পারছেন টুর্নামেন্টগুলোতে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর