ইউক্রেনে রাশিয়ান আগ্রাসনের কারণে ফুটবল বিশ্বকাপসহ বড় বড় অনেক টুর্নামেন্ট থেকেই নিষিদ্ধ হয়েছে রাশিয়া। আর আগ্রাসনে রাশিয়ার পক্ষ নেওয়ায় একই ভাগ্য বরণ করে নিতে হয়েছে বেলারুশকে। এবার টেনিসের গ্র্যান্ডস্ল্যাম টুর্নামেন্ট উইম্বলডন থেকে নিষিদ্ধ করা হয়েছে রাশিয়া এবং বেলারুশের তারকাদের।
উইম্বলডন থেকে রাশিয়া নিষিদ্ধ হওয়ায় খেলতে পারবেন না দানিল মেদভেদেভ। টেনিসের এটিপি র্যাঙ্কিংয়ের দুই নম্বরে অবস্থান করছেন তিনি। এর আগে অবশ্য নোভাক জোকোভিচকে সরিয়ে এক নম্বরে উঠেছিলেন মেদভেদেভ। তবে চোটে পড়ায় শীর্ষস্থান হারাতে হয়েছে তাকে।
বুধবার (২০ এপ্রিল) এক বিবৃতিতে উইম্বলডনের আয়োজক অল ইংল্যান্ড ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়া এবং বেলারুশের কোনো খেলোয়াড়কে টুর্নামেন্টে অংশ নিতে দেওয়া হবে না। টেনিসের প্রথম কোনো টুর্নামেন্টে রাশিয়া এবং বেলারুশের টেনিস খেলোয়াড়দের নিষিদ্ধ করা হলো।
ছেলেদের টেনিস র্যাঙ্কিংয়ের শীর্ষ ৩০-এ আছেন চারজন রাশিয়ান টেনিস তারকা। মেয়েদের শীর্ষ ২০-এ আছেন একজন করে রাশিয়ান এবং বেলারুশের টেনিস তারকা আছেন।
উইম্বলডনে নিষিদ্ধ হলেও টেনিসের অন্য টুর্নামেন্ট এবং ফ্রেঞ্চ ওপেনে তারা খেলতে পারবেন। সেই টুর্নামেন্টগুলোতে তাদেরকে নিষিদ্ধ করা হয়নি। নিষেধাজ্ঞা দেওয়ায় বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কা এবং রাশিয়ার আরিনা আবালেঙ্কাকে ছাড়াই মাঠে গড়াবে উইম্বলডন।
উইম্বলডনের নেওয়া এই সিদ্ধান্তের তীব্র বিরোধীতা করেছে রাশিয়া। তারা জানিয়েছে, “যেহেতু রাশিয়া টেনিসে খুব শক্তিশালী, এতে এই প্রতিযোগিতাই ক্ষতিগ্রস্ত হবে। খেলার মানুষদের রাজনৈতিক চক্রান্তে বলি বানানো অগ্রহণযোগ্য। আশা করি, খেলোয়াড়েরা তাঁদের ফিটনেস হারাবেন না।”
স্পোর্টসমেইল২৪/পিপিআর