আজ থেকে শুরু ইউএস ওপেন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫৭ পিএম, ২৬ আগস্ট ২০১৯
আজ থেকে শুরু ইউএস ওপেন

আজ শুরু হচ্ছে বছরের শেষ গ্র্যান্ডস্লাম ইউএস ওপেন টেনিস। যুক্তরাষ্ট্রে এ আসর শুরু হবে রাত ৯টায়।

মৌসুমের শেষ গ্র্যান্ডস্লাম ইউএস ওপেনের এটা ১৩৯তম সংস্করণ। কার হাতে উঠবে বছরের শেষ মর্যাদার এই গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের ট্রফি? এই প্রশ্নের উত্তর সময়ের হাতে। তবে কোর্টে নামতে উন্মুখ হয়ে রয়েছেন প্রায় সব টেনিস খেলোয়াড়ই।

টেনিসের এ মেজর টুর্নামেন্টটি সেরেনার জন্য দারুণ এক সুযোগ। সুযোগটা অস্ট্রেলিয়ান কিংবদন্তি মার্গারেট কোর্টকে ছোঁয়ার। মেয়ের মা হওয়ার পর থেকে অনেক দিন ধরেই মেজর শিরোপা জয়ের লক্ষ্যে কোর্টে লড়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের এ টেনিস সুপারস্টার। কিন্তু ভাগ্যের শিকে খুলছে না কিছুতেই। মার্গারেট কোর্টের ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড স্পর্শ করতে সেরেনার দরকার আর মাত্র একটি শিরোপা।

এবার শিরোপা ধরে রাখার মিশন নিয়ে যুক্তরাষ্ট্রে এসেছেন বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ ও নাওমি ওসাকা। গেল বছর এ আসরে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম জিতেছিলেন ওসাকা। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এ তারকাকে। প্রত্যাশা অনেক থাকলেও এবারের আসরে চাপমুক্ত থেকে খেলতে চান ওসাকা। ইউএস ওপেনে গেল আসরের ফাইনালের দু:সহ স্মৃতি ভুলে নতুন শুরু করতে চান সেরেনা উইলিয়ামস। সে আসরে ফাইনালে হেরে মেজাজ হারিয়ে জরিমানা গুণেছিলেন তিনি। এবার আর সে পথে হাটতে চাননা সেরেনা। আসরের জন্য প্রস্তুত নাদাল, জভেরভরাও।


শেয়ার করুন :


আরও পড়ুন

শিরোপার দাবিদার ‘বিগ থ্রি’

শিরোপার দাবিদার ‘বিগ থ্রি’

ওপেনার নিয়ে দ্বিধা, বোলিং কোচ দেখতে চান আরও পেসার

ওপেনার নিয়ে দ্বিধা, বোলিং কোচ দেখতে চান আরও পেসার

রিয়াল বেতিসকে উড়িয়ে দিল বার্সেলোনা

রিয়াল বেতিসকে উড়িয়ে দিল বার্সেলোনা

এলিট ক্লাবে মার্নাস লাবুশেন

এলিট ক্লাবে মার্নাস লাবুশেন