চার বছর পর ফেড কাপে সানিয়া মির্জা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪৮ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৯
চার বছর পর ফেড কাপে সানিয়া মির্জা

ফাইল ছবি

দীর্ঘ চার বছর পর ফেড কাপের আঙিনায় ফিরতে চলছেন ডাবলসে ছয়টি গ্র্যান্ড স্ল্যামজয়ী ভারতীয় তারকা সানিয়া মির্জা। ফেড কাপের জন্য ঘোষিত পাঁচ সদস্যের ভারতীয় দলে নাম রয়েছে তার। সানিয়ার সর্বশেষ ২০১৬ সালে দেশের হয়ে ফেড কাপে প্রতিনিধিত্ব করেছিলেন।

দুই বছরেরও বেশি সময় প্রতিযোগিতামূলক টেনিসের বাইরে রয়েছেন সানিয়া মির্জা। এবার শুধু পেশাদার সার্কিটের ব্যক্তিগত ইভেন্টেই নয়, ভারতের হয়ে ফেড কাপও প্রতিনিধিত্ব করতে চলছেন ৩৩ বছর বয়সি এ টেনিস তারকা।

সানিয়া মির্জা ছাড়া ফেড কাপের জন্য ঘোষিত ভারতীয় দলে জায়গা পেয়েছেন সিঙ্গেলস স্পেশালিস্ট অঙ্কিতা রায়না। এছাড়া রয়েছেন রিয়া ভাটিয়া, রুতুজা ভোসলে ও কর্মন কউর থান্ডি।

রিজার্ভ প্লেয়ার হিসেবে আছেন সৌজন্য ব্যাভিশেট্টি। সাবেক ডেভিস কাপার বিশাল উপ্পল নন-প্লেয়িং ক্যাপ্টেনের ভূমিকা পালন করবেন। দলের কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন অঙ্কিতা ভামব্রি।

২০১৭ সালের অক্টোবরে শেষবার পেশাদার সার্কিটে খেলতে নেমেছিলেন সানিয়া। এরপর মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার পর থেকেই প্রতিযোগিতামূলক টেনিস থেকে দূরে সরে রয়েছেন তিনি।


শেয়ার করুন :


আরও পড়ুন

সানিয়া-শোয়েবের ছেলে কোথায় পাবে নাগরিকত্ব?

সানিয়া-শোয়েবের ছেলে কোথায় পাবে নাগরিকত্ব?

পৃথিবীর আলো দেখলো শোয়েব-সানিয়ার প্রথম সন্তান

পৃথিবীর আলো দেখলো শোয়েব-সানিয়ার প্রথম সন্তান

সোস্যাল মিডিয়া নিয়ে সানিয়ার ক্ষোভ

সোস্যাল মিডিয়া নিয়ে সানিয়ার ক্ষোভ

ভারত-পাকিস্তান এক করতে বিয়ে করিনি : সানিয়া মির্জা

ভারত-পাকিস্তান এক করতে বিয়ে করিনি : সানিয়া মির্জা