সানিয়া মির্জার টেনিস ক্যারিয়ারের ইতি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫১ এএম, ২২ ফেব্রুয়ারি ২০২৩
সানিয়া মির্জার টেনিস ক্যারিয়ারের ইতি

অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে তার গ্র্যান্ড স্লাম শেষ, সেটা আগেই জানিয়েছিলেন। এবার পুরো টেনিসকেই বিদায় জানালেন ভারতের গ্লামার গার্ল সানিয়া মির্জা। শেষ হলো দু’দশকের স্বপ্নের যাত্রা। দুবাইয়ে প্রথম রাউন্ডেই হারের পর সানিয়া মির্জা অবসরের ঘোষণা দেন।

আগেই জানিয়ে দিয়েছিলেন দুবাইয়েই খেলবেন শেষ প্রতিযোগিতা। মঙ্গলবার মহিলাদের ডাবলসের প্রথম রাউন্ডে হারের পর এই টুর্নামেন্টও শেষ হয়ে গেছে তার। একই সঙ্গে টেনিস ক্যারিয়ারও।

সানিয়া এবং ম্যাডিসন কিজের জুটি ৪-৬, ০-৬ ব্যবধানে হারে ভার্নোকিয়া কুদেরমেতোভা-লিউডমিলা সামসোনোভা জুটির কাছে। সানিয়া নিঃসন্দেহে ভারতের সর্বকালের সেরা টেনিস খেলোয়াড়। ভারতের মেয়েরা বিশ্বপর্যায়ে টেনিস খেলতে পারে, তা সানিয়েই প্রথম প্রমাণ করেছিলেন।

লিয়েন্ডার পেজ, মহেশ ভূপতি পরবর্তী ভারতীয় টেনিসকে এগিয়ে নিয়ে গিয়েছেন তিনিই। সেই যাত্রা শেষ হল দুবাইয়ে।

তার পেশাদার টেনিস শুরু হয় ২০০৩ সালে। এক সময় সেরিনা উইলিয়ামস, মারিয়া শারাপোভাদের সঙ্গেই উচ্চারিত হত সানিয়ারও নাম। তবে তাকে দেখেও ভারতের আর কেউ সেভাবে উঠে আসতে পারেননি।

কিছুদিন ধরে তার পারিবারিক জীবনও ভালো যাচ্ছে না। পাকিস্তানের শোয়েব মালিকে বিয়ে করেছিলেন। একটি ছেলেও আছে তাদের। কিন্তু সেই সম্পর্কটা এখন নড়বড়ে। দুজনেই প্রায় আলাদা।

এদিকে ৩৬ বছরের সানিয়া ক্রিকেট দলেলর সঙ্গে যুক্ত হয়েছেন। মেয়েদের আইপিএলে তিনি একটি ফ্র্যাঞ্জাইজির হয়ে কাজ করবেন।

স্পোর্টসমেইল২৪/জেএম


শেয়ার করুন :


আরও পড়ুন

বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষটা রাঙাতে পারলেন না সেরেনা

বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষটা রাঙাতে পারলেন না সেরেনা

অস্ট্রেলিয়ান ওপেনে নতুন রানি সাবালেঙ্কা

অস্ট্রেলিয়ান ওপেনে নতুন রানি সাবালেঙ্কা

গ্র্যান্ড স্লাম জিতে কাঁপছিলেন সাবালেঙ্কা

গ্র্যান্ড স্লাম জিতে কাঁপছিলেন সাবালেঙ্কা

ফাইনালে জকোভিচ, জিতলেই নাদালের পাশে বসবেন

ফাইনালে জকোভিচ, জিতলেই নাদালের পাশে বসবেন