পিট সাম্প্রাসের আরও কাছে জকোভিচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১৬ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২০
পিট সাম্প্রাসের আরও কাছে জকোভিচ

এটিপি কাপ ও অস্ট্রেলিয়া ওপেন চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ টানা ২৭৭ সপ্তাহ ধরে এটিপি র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন। এছাড়া আগামী কয়েক সপ্তাহে বেশ কিছু এটিপি টুর্নামেন্ট থাকলেও শীর্ষ ২০ র‌্যাঙ্কিংয়ে পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

পিট সাম্পাসের রেকর্ড ২৮৬ সপ্তাহ স্পর্শ করতে আর মাত্র ৯ সপ্তাহ বাকি এই সার্বিয়ান তারকা। এ মুহূর্তে অবশ্য জকোভিচ কিছু দিনের বিশ্রামে রয়েছেন, পরিবারকে সময় দিচ্ছেন। দুই সপ্তাহ পর দুবাই ওপেন শুরু হওয়ার আগে তিনি সপরিবারে ইতালিতে ছুটি কাটাচ্ছেন।

স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল শীর্ষ তিনের আনন্দ ৬০০ সপ্তাহ যাবত উপভোগ করছেন। রজার ফেদেরার এর আগে এ রেকর্ড স্পর্শ করেছিলেন। গত সপ্তাহে রজার ফেদেরারের সাথে কেপ টাউন স্টেডিয়ামে একটি চ্যারিটি ম্যাচে প্রায় ৫২ হাজার দর্শকের উপস্থিতিতে খেলেছেন নাদাল, যা কোন টেনিস ম্যাচে সর্বোচ্চ সংখ্যক উপস্থিতির রেকর্ডও।

ডোমিনিক থিমের চেয়ে ১০০ পয়েন্ট এগিয়ে এখনো তৃতীয় স্থানে রয়েছেন রজার ফেদেরার। রিও ডি জেনিরোতে ৫০০ পয়েন্ট অর্জন করতে পারলেই থিম প্রথমবারের মত ক্যারিয়ারে শীর্ষ তিনে জায়গা করে নেবেন।

শীর্ষ ১০ এটিপি র‌্যাঙ্কিং
১. নোভাক জকোভিচ (সার্বিয়া) : পয়েন্ট- ৯৭২০
২. রাফায়েল নাদাল (স্পেন) : পয়েন্ট- ৯৩৯৫
৩. রজার ফেদেরার (সুইজারল্যান্ড) : পয়েন্ট- ৭১৩০
৪. ডোমিনিক থিম (অস্ট্রিয়া) : পয়েন্ট- ৭০৪৫
৫. ড্যানিল মেডভেদেভ (রাশিয়া) : পয়েন্ট- ৫৮৯০
৬. স্টেফানোস টিসিতসিপাস (গ্রিস) : পয়েন্ট-৪৭৪৫
৭. আলেক্সান্ডার জেভরেভ (জার্মানি) : পয়েন্ট- ৩৮৮৫
৮. মাত্তেও বেরেত্তিনি (ইতালি) : পয়েন্ট- ২৮৬০
৯. গায়েল মনফিলস (ফ্রান্স) : পয়েন্ট- ২৮৬০
১০. ডেভিড গফিন (বেলজিয়াম) : পয়েন্ট- ২৬০০।


শেয়ার করুন :


আরও পড়ুন

রেকর্ড দর্শকের উপস্থিতিতে খেললেন ফেদেরার-নাদাল

রেকর্ড দর্শকের উপস্থিতিতে খেললেন ফেদেরার-নাদাল

শিরোপা ধরে রাখলেন জকোভিচ

শিরোপা ধরে রাখলেন জকোভিচ

অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানী সোফিয়া কেনিন

অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানী সোফিয়া কেনিন

ওয়াইল্ড কার্ডে খেলা শারাপোভা দৌড় লম্বা হলো না

ওয়াইল্ড কার্ডে খেলা শারাপোভা দৌড় লম্বা হলো না