ভক্ত-সমর্থকদের উদ্দেশ্যে জকোভিচ-ফেদেরারের আহ্বান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:০০ পিএম, ২৪ মার্চ ২০২০
ভক্ত-সমর্থকদের উদ্দেশ্যে জকোভিচ-ফেদেরারের আহ্বান

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে টেনিসের প্রায় সব শীর্ষ তারকারাই এখন পরিবারের সাথে অলস সময় কাটাচ্ছেন। বাদ যাননি বিশ্বের দুই শীর্ষ তারকা নোভাক জকোভিচ ও রজার ফেদেরারও। তবে তারা ঘরে বসে শুধু পরিবার নিয়েই ভাবছেন তা নয়, ঝুঁকিপূর্ণ এ পরিস্থিতিতে ভক্ত-সমর্থকদের উদ্দেশ্যেও দিয়েছেন সকর্তবার্তা।

জকোভিজ তার ইন্সটাগ্রামে ভক্তদের উদ্দেশ্যে সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছেন। তিনি নিজেও সেটা করছেন বলে জানিয়েছেন। বিশ্বের এ এক নম্বর খেলোয়াড় বলেছেন, এর মাধ্যমেই ধীরে ধীরে সারা বিশ্ব জুড়ে করোনার বিস্তার কমিয়ে আনা সম্ভব। একই সাথে তিনি মেডিকেল স্টাফদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

জকোভিচ লিখেছেন, ‘এটা আমদের সকলের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং একটি সময়। আমি সকলের প্রতি সমর্থন জানাচ্ছি ও প্রার্থনা করছি। দয়া করে সবাই ঘরে থাকুন এবং সকল মেডিকেল স্টাফদের সহযোগিতা করতে এগিয়ে আসুন। এই সঙ্কটময় মুহূর্তে তাদের ওপর আর বোঝা বাড়াবেন না।’

তার এমন দৃষ্টিভঙ্গির সাথে একমত পোষণ করেছেন সুইস তারকা ফেদেরার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলোয়ার্সদের উদ্দেশ্যে ফেদেরার লিখেছেন, ‘দিনে অনেকবার আমি হাত ধুচ্ছি ও ঘরেই আছি। এ সময়ে বয়স্ক ও অসুস্থ্যদের প্রতি নজড় দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এ সময়ে আমরা কেউ হ্যান্ডশেক করবো না, একে অপেরর সাথে অন্তত দুই মিটার দূরত্ব বজায় রাখবো। এটা খুবই কঠিন সময় এবং আশা করছি সবাই বিষয়টিকে গুরুত্বের সাথে বিবেচনা করবে।’

ফেদেরার ও জকোভিচ উভয় তাদের নিজ নিজ বাড়িতে পরিবারের সাথে দারুণ সময় অতিবাহিত করছেন। অন্যদেরও একইভাবে ঘরে থাকার অনুরোধ করেছেন জকোভিচ। এ সময়ে এটাই একমাত্র সমাধান বলে তিনি মনে করেন।

জকোভিচ বলেছেন, ‘বিশ্ব যদি স্বাস্থ্যকর না থাকে তবে আমরা কেউই সুস্থ্যভাবে বেঁচে থাকতে পারবো না। আমাদের সকলের একসাথে এ পরিস্থিতির মোকাবেলা করতে হবে। জীবনের কিছু সময় পরিবারের সাথে ভালোভাবে কাটনোর সুযোগ এসেছে, চলো সবাই মিলে এটা উপভোগ করি।’

তিনি আরও বলেন, ‘একসাথে হাসি, একসাথে সবাইকে ভালোবাসি, একসাথে সব কিছু ভাগাভাগি করে নেই। আমরা এখন সবাই এক। বিশ্বের প্রতিটি দেশের মানুষ এখন একই রকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। সৃষ্টিকর্তা সকলের মঙ্গল করুক। আমি নিশ্চিত আমরা আরও বেশি শক্তিশালী ও একত্রিত হয়ে সামনের দিনগুলোতে জেগে উঠতে পারবো।’


শেয়ার করুন :


আরও পড়ুন

আতঙ্কিত না হওয়ার পরামর্শ ক্রীড়া প্রতিমন্ত্রীর

আতঙ্কিত না হওয়ার পরামর্শ ক্রীড়া প্রতিমন্ত্রীর

আপনার ঘরের ক্যাপ্টেন আপনি : মাশরাফি

আপনার ঘরের ক্যাপ্টেন আপনি : মাশরাফি

মজুত বন্ধ করুন : শোয়েব আখতার

মজুত বন্ধ করুন : শোয়েব আখতার

নিজে নিরাপদ থাকুন, দেশকে নিরাপদ রাখুন : সৌম্য সরকার

নিজে নিরাপদ থাকুন, দেশকে নিরাপদ রাখুন : সৌম্য সরকার