এ বছর আর আশা দেখছেন না নাদাল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫৭ পিএম, ০৭ মে ২০২০
এ বছর আর আশা দেখছেন না নাদাল

প্রাণঘাতি করোনাভাইরাসে পুরো বিশ্বই স্থবির। বিশ্ব ক্রীড়াঙ্গনও এ থাবা থেকে রেহাই পায়নি। ভয়াবহ এ পরিস্থিতি থেকে পৃথিবী সহজে রেহায় পাবে না বলেও মনে করেন টেনিস তারকা স্পেনের রাফায়েল নাদাল। একই সঙ্গে এ বছর আর কোন প্রতিযোগিতামূলক টেনিসের আশা দেখছেন না তিনি।

স্প্যানিশ পত্রিকা এল পাইসে দেওয়া সাক্ষাৎকারে নাদাল বলেন, ‘আমি আশা করি, সবকিছু খুব দ্রুতই স্বাভাবিক হবে। এ ভয়াবহ পরিস্থিতি কেটে গেলে পুরো বিশ্ব স্বস্তির নিঃশ্বাস ফেলবে। কিন্তু এ পরিস্থিতি সহজে স্বাভাবিক হবে না। দীর্ঘ সময় লেগে যাবে। তাই আমার মনে হচ্ছে, এ বছর আর কোন প্রতিযোগিতামূলক টেনিস অনুষ্ঠিত হবে না।’

তিনি আরও বলেন, ‘আমি আশা করছি এ বছরই আমরা কোর্টে ফিরতে পারব। তবে সেটা নাও হতে পারে। তাই ২০২১ সালকে সামনে রেখে আমাদের প্রস্তুত হওয়া উচিত। আমি নিজেকে সেভাবেই তৈরি করছি।’

আগামী বছরের জন্য নিজেকে তৈরি করলেও ২০২১ সাল নিয়েও শঙ্কা রয়েছে নাদালের। বলেন, ‘আগামী জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন নিয়েও আমার শঙ্কা রয়েছে। এ বছর শেষে পরিস্থিতি কী হয়, সেটিই দেখার বিষয়। বাস্তবিকভাবে, আমার কাছে ২০২০ সালটি কোন কাজে আসবে না। তবে আগামী বছরের আগে সবকিছু স্বাভাবিক হবে, এ প্রত্যাশা আমার।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস]


শেয়ার করুন :


আরও পড়ুন

১০ বিলিয়ন ইউরো কমতে পারে ফুটবলারদের মূল্য

১০ বিলিয়ন ইউরো কমতে পারে ফুটবলারদের মূল্য

বিশ্ব টেনিস তারকাদের কণ্ঠে হতাশা

বিশ্ব টেনিস তারকাদের কণ্ঠে হতাশা

তহবিল গড়তে ভক্তের সাথে ডেটিংয়ে টেনিস তারকা

তহবিল গড়তে ভক্তের সাথে ডেটিংয়ে টেনিস তারকা

বাবার মাছ ধরার জালে প্র্যাকটিস ছাড়াও রেসিপি করছি : নিগার সুলতানা

বাবার মাছ ধরার জালে প্র্যাকটিস ছাড়াও রেসিপি করছি : নিগার সুলতানা