প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উদযাপন উপলক্ষে ‘জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক অনলাইন দাবা টুর্নামেন্ট’ আয়োজন করা হয়েছে। ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এ দাবা টুর্নামেন্ট।
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় গোল্ডেন স্পোর্টিং ক্লাবের সহযোগিতায় তিনদিনের এ টুর্নামেন্টের আয়োজন করছে সাউথ এশিয়ান চেজ কাউন্সিল।
টুর্নামেন্টে দক্ষিণ এশিয়া ছাড়াও ভিয়েতনাম, সিঙ্গাপুর ও রাশিয়ার দাবাড়ুরা অংশ নিচ্ছেন। বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ সাহাব উদ্দিন শামিম সোমবার (২১ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন।
টুর্নামেন্ট উপলক্ষে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) হোটেল ওয়েস্টিনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে টুর্নামেন্ট সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হবে।
সংবাদ সম্মেলনে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট চৌধুরী নাফিজ শরাফতসহ দাবা ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]