বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কা অঞ্চলের ২০২৬ থেকে ২০২৮ সময়কালের অনুষ্ঠিত ক্রিকেট ইভেন্টের মিডিয়া স্বত্বের জন্য দরপত্র আহ্বান করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। মঙ্গলবার (২৯ আগস্ট) আইসিসি ইনভাইটেশন টু টেন্ডার (আইটিটি) প্রকাশিত করেছে।
মিডিয়া স্বত্ব বিক্রির সময়কালে পুরুষদের ক্রিকেট ইভেন্টের মধ্যে রয়েছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬, যা ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। এছাড়া আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ২০২৭, যা দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হবে।
নারীদের ইভেন্টে মধ্যে রয়েছে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এবং প্রথমবারের মতো আইসিসি নারী টি-টোয়েন্টি চ্যাম্পিয়নস ট্রফি।
আইসিসি জানিয়েছে, পাকিস্তান অঞ্চলে সর্বোচ্চ পাঁচটি প্যাকেজ থাকবে, যেখানে পুরুষ ও নারীদের ইভেন্টের স্বত্ব অন্তর্ভুক্ত থাকবে। বাংলাদেশ ও শ্রীলঙ্কার জন্য টিভি ও ডিজিটাল মিলিয়ে একটি করে প্যাকেজ রাখা হয়েছে।
বাংলাদেশ-শ্রীলঙ্কার জন্য প্যাকেজগুলোতে ২০২৮ সালের শুরু পর্যন্ত মোট তিনটি নারীদের টুর্নামেন্ট এবং চারটি পুরুষদের টুর্নামেন্ট অন্তর্ভুক্ত রয়েছে।
দরপত্রের নথি পেতে আগ্রহী পক্ষগুলোকে ইমেইল করতে (iccmediarights2024-2031@icc-cricket.com) করতে বলা হয়েছে। আইসিসি জানিয়েছে, পর্যায়ক্রমে অন্যান্য দেশের জন্যও আলাদা দরপত্র প্রকাশ করা হবে।