দাবা অলিম্পিয়াডে একসাথে খেলতে যাচ্ছেন গ্রান্ডমাস্টার জিয়াউর রহমান এবং ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া। গত জাতীয় চ্যাম্পিয়নশিপে পঞ্চম স্থান অধিকার করায় এবার বাবার সঙ্গে দাবা অলিম্পিয়াডে খেলার সুযোগ পাচ্ছেন ছেলে জিয়া।
ফিদে মাস্টার তাহসিন দেশের বাইরে বাবার বিপক্ষে খেলেছেন। একবার ড্র-ও করেছিলেন। তবে এবারই প্রথমবারের মতো দাবা অলিম্পিয়াডে বাবার সাথে খেলতে যাচ্ছেন।
জিয়াউর রহমান এবং ছেলে তাহসনি ছাড়াও ভারতগামী বাংলাদেশ অলিম্পিয়াড দলে রয়েছেন আরও কয়েকজন। তারা হলেন- নিয়াজ মোর্শেদ, এনামুল হোসেন রাজীব ও ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ। এ পাঁচজনের মধ্যে চারজন বোর্ডে খেলার সুযোগ পাবেন।
ছেলেকে সাথে নিয়ে খেলতে যাওয়া এবং দল ভালো করবে বলে আশা প্রকাশ করেছেন জিয়া। সংবাদ মাধ্যমে তিনি বলেন, “দল হিসেবে আমরা অবশ্যই ভালো অবস্থানে থাকতে চাই, সেই আশা তো রয়েছেই। পাশাপাশি তাহসিন আন্তর্জাতিক মাস্টার নর্ম পূরণ করুক- সেটাও চাই।”
ছেলে তাহসিনও বেশি আত্মবিশ্বাসী। বলেছেন, “আমি বোর্ডে খেলার সুযোগ পেলে অবশ্যই ভালো কিছু করতে চাই। কয়েক রাউন্ড খেলতে পারলে আশা করি ভালো করতে পারবো।”
২৯ আগস্ট ভারতের চেন্নাইয়ে বিশ্ব দাবা অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। আসরে বাংলাদেশ পুরুষ ও নারী উভয় বিভাগে খেলবে। বাংলাদেশ পুরুষ দলের অধিনায়ক যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মল্লিক ও মহিলা দলে মাহমুদা মলি পুরো কন্টিনজেন্টের দলনেতা হিসেবে থাকবেন যুগ্ম সম্পাদক শোয়েব রিয়াজ আলম।
স্পোর্টসমেইল২৪/আরএস