নবীন ফুটবলারের খোঁজে ফরিদগঞ্জ ফুটবল একাডেমি

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ০৬:০০ এএম, ১৬ সেপ্টেম্বর ২০২০
নবীন ফুটবলারের খোঁজে ফরিদগঞ্জ ফুটবল একাডেমি

দেশের ফুটবলকে সমৃদ্ধ করার লক্ষ্যে তৃণমূল থেকে ফুটবলার তৈরির নিমিত্তে প্রথম পর্যায়ে খেলোয়ার বাছাই কার্যক্রম শেষ করেছে চাঁদপুরের ফরিদগঞ্জ ফুটবল একাডেমি। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পাইকপাড়া ইউজি উচ্চ বিদ্যালয়ের মাঠে বাছাইপর্ব অনুষ্ঠিত হয়।

প্রথম ধাপে উপজেলার এক ও দুই নং বালিথুবা, তিন ও চার নং সুবিদপুর, সাত ও আট নং পাইকপাড়া ইউনিয়নের উদীয়মান ক্ষুদে ফুটবলাররা এ কার্যক্রমে অংশগ্রহণ করে।
sportsmail24
একাডেমির পক্ষ থেকে জানানো হয়, এসব এলাকা থেকে প্রায় ৪শ’ জন ক্ষুদে ফুটবলার বাছাইপর্বে অংশগ্রহণ করে। প্রাথমিক পর্যায়ে বিভিন্ন পরীক্ষা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে পুরো উপজেলায় চূড়ান্ত বাছাই শেষে ২৫ সেপ্টেম্বর টিকে যাওয়াদের তালিকা প্রকাশ করবে একাডেমি।

একাডেমির আহ্বায়ক রেজাউল করিম রেজা বলেন, ‘তৃণমূল থেকে আমরা প্রতিভাবান ফুটবলার বাছাই করতে চাই। নানা মানুষের নানা স্বপ্ন। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়; আবার কেউ খেলোয়ার হতে চায়। গ্রামের শিশুরা সুযোগের অভাবে নিজের প্রতিভাকে ফুটিয়ে তুলতে পারে না। ফরিদগঞ্জ ফুটবল একাডেমি সেই সব প্রতিভাবানদের স্বপ্ন সত্যি করার পথ দেখাবে।’
sportsmail24
ক্ষুদে ফুটবলারদের এ বাছাই কার্যক্রমে ফরিদগঞ্জ ফুটবল একাডেমির আহ্বায়ক রেজাউল করিম রেজা ছাড়াও সদস্য সচিব প্রকৌশলী মোহাম্মদ উল্লাহ আল আমিন, ফুটবলার হাসান রাফি, আরিফুজ্জামান আসিফ, গণমাধ্যমকর্মী রিফাত কান্তি সেন, মো. মাসুম , মো. জিয়া, মো. শুকু, জিয়া, আনোয়ার, সুমন, জসিমউদ্দিন রনি, গিয়াস উদ্দীন, মামুন, জাহিদ হাসান রাসেল, আবদুল্লাহ্, ইমন, তানভীর, স্বপন, জসিম পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।

রিফাত কান্তি সেন/চাঁদপুর

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ফুটবলের সোনালী দিন মনে করিয়ে দিল যে রাত

ফুটবলের সোনালী দিন মনে করিয়ে দিল যে রাত

প্রতিবন্ধী শিক্ষার্থীদের বই দিল বাংলাদেশ হুইলচেয়ার স্পোর্টস ফাউন্ডেশন

প্রতিবন্ধী শিক্ষার্থীদের বই দিল বাংলাদেশ হুইলচেয়ার স্পোর্টস ফাউন্ডেশন

অনুদান পেলেন শেরপুরের অসচ্ছল ক্রীড়াবিদ-ক্রীড়াসেবীরা

অনুদান পেলেন শেরপুরের অসচ্ছল ক্রীড়াবিদ-ক্রীড়াসেবীরা

পরের গল্পটা শুধুই মুখে হাসি ফোটানোর : মুশফিক

পরের গল্পটা শুধুই মুখে হাসি ফোটানোর : মুশফিক