রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্টেডিয়াম উন্নয়নে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কাজ করবে বলে জানিয়েছেন ফেডারেশনের সভাপতি তাবিথ মোহাম্মদ আউয়াল। একই সঙ্গে ক্রীড়াক্ষেত্রে রাজশাহী বিশ্ববিদ্যালয় এগিয়ে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কেবল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পূর্ণাঙ্গ একটি স্টেডিয়াম রয়েছে। বাফুফে এ স্টেডিয়ামের সুযোগ-সুবিধা বাড়ানোর পাশাপাশি বাইরে আরও কয়েকটি মিনি স্টেডিয়াম করার বিষয়েও ভেবে দেখছে।
বৃহস্পতিবার (২১ আগষ্ট) রাবি স্টেডিয়ামে আন্তঃহল নারী ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে কথা বলার সময় বাফুফে সভাপতি এসব তথ্য জানান।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে রাবি জাতীয়তাবাদী ছাত্রদল (জসদ) এ প্রতিযোগিতার আয়োজন করেছিল। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি।
তাবিথ আউয়াল বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্রীড়াক্ষেত্রে এগিয়ে। এখানে একটি স্টেডিয়ামও আছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে স্টেডিয়ামের জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়েছিল।”
তিনি বলেন, “আমরা এ স্টেডিয়ামের উন্নয়নে কাজ করবো এবং বাইরে আরও মিনি স্টেডিয়াম করার বিষয়টি বিবেচনা করবো। আমরা আশা করি, রাজশাহী অঞ্চল থেকে আরও বেশি তারকা ক্রীড়াবিদ ওঠে আসবে।”
দেশের ক্রীড়াবিদ তৈরির জন্য অবকাঠামো নির্মাণ এবং প্রশিক্ষণ সুবিধা নিশ্চিত করাই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দায়িত্ব বলেও উল্লেখ করে তাবিথ আউয়াল।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে রাবির শারীরিক শিক্ষা পরিচালক রোখসানা বেগম, রাবি জসদ সভাপতি সুলতান আহমেদ রাহি, সাধারণ সম্পাদক সারদার জহুরুল ইসলাম এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান উপস্থিত ছিলেন।