তাসকিন-সাইফদের দুর্দান্ত বোলিংয়ের পর অধিনায়ক লিটন দাসের ঝড়ো ব্যাটিংয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে সহজে জয় তুলে নিলো বাংলাদেশ। সফররত নেদারল্যান্ডসের বিপক্ষে ৮ উইটেকে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। বল হাতে তাসকিসের চার উইকেট শিকারের পর ব্যাট হাতে রান করেন লিটন দাস।
শনিবার (৩০ আগস্ট) সিলেটে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ফলে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৩৬ রানের সংগ্রহ গড়ে নেদারল্যান্ডস। জবাবে লিটন দাসের ফিফটিতে ৩৯ বল বাকি থাকতেই ৮ উইকেটের জয় তুলে নেয় টাইগাররা।
জয়ের জন্য ১৩৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ডাচ বোলারদের উপর চড়াও হন ওপেনার পারভেজ হোসেন ইমন। তবে ইনিংসের তৃতীয় ওভারের চতুর্থ বলে আউট হন ইমন। ৯ বলে দুই চার ও এক ছক্কায় ১৫ রান করে ইমন ফিরলে উদ্বোধনী জুটি হারায় বাংলাদেশ।
ইমন ফিরলেও ওপেনার তানজিদ হাসান তামিমের সাথে রানের চাকা সচল রাখেন অধিনায়ক লিটন কুমার দাস। ইনিংসের দশম ওভারের প্রথম বলে ফিরেন তানজিদ তামিম। ২৪ বলে ২৯ রান করে তানজিদ ফিরলে দলীয় ৯২ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ।
এরপর আর কোন উইকেট শিকার করতে পারেনি ডাচ বোলাররা। অধিনায়ক লিটন টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১৩তম ফিফটি তুলে দলকে জয়ের পথে এগিয়ে নেন। শেস পর্যন্ত ১৩.৩ ওভারে ১৩৮ রান করে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
ব্যাট হাতে লিটন কুমার দাস ৫৪ রানে এবং সাইফ হাসান ৩৬ রানে অপরাজিত ছিলেন।
এর আগে তাসকিনের ৪ উইকেট শিকারে ১৮তম ওভারে ১০৯ রানে ৭ ব্যাটারকে হারায় নেদারল্যান্ডস। অষ্টম উইকেটে টিম প্রিঙ্গেল ও আরিয়ান দত্তর ১৫ বলে ২৭ রানের জুটিতে সম্মানজনক সংগ্রহ পায় ডাচরা।
২০ ওভারে ৮ উইকেটে ১৩৬ রান করে নেদারল্যান্ডস। প্রিঙ্গেল ১৬ ও আরিয়ান অপরাজিত ১৩ রান করেন।
তাসকিন ২৮ রানে ৪ উইকেট নেন। এছাড়া সাইফ ২টি ও মোস্তাফিজ ১ উইকেট শিকার করেন।