দায়িত্ব নিল সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নব-নির্বাচিত কমিটি

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ১০:০৫ এএম, ০৩ অক্টোবর ২০২০
দায়িত্ব নিল সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নব-নির্বাচিত কমিটি

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নব-নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এস এম মোস্তফা কামাল। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে সাতক্ষীরা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের মাধ্যমে এ দায়িত্ব তুলে দেওয়া হয়।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সাতক্ষীরার জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল বলেন, সাতক্ষীরা একটি সম্ভাবনাময় জেলা। এ জেলার ক্রীড়াঙ্গণকে আরও গতিশীল করতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। অন্যের সমালোচনা না করে ঐক্যবদ্ধভাবে সহযোগিতার মাধ্যমে নতুনভাবে ক্রীড়াঙ্গণকে এগিয়ে নিয়ে যেতে হবে।
sportsmail24
সাতক্ষীরা জেলা প্রশাসন আয়োজিত নব-নির্বাচিত কমিটির দায়িত্বভার প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক এ কে এম আনিছুর রহমান, নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা বদরুল ইসলাম খান বদু, নব-নির্বাচিত সহ-সভাপতি শেখ আশরাফ আলী, সহ-সভাপতি আশরাফুজ্জামান আশু, নব-নির্বাচিত সর্বকনিষ্ঠ নির্বাহী সদস্য শেখ তানজিম কামাল তমাল প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে নব-নির্বাচিত সহ-সভাপতি আব্দুল মোমেন খান চৌধুরী সান্টু, মো. মিজানুর রহমান চৌধুরী, অতিরিক্ত সাধারণ সম্পাদক মাহমুদ আলী মুক্তি, যুগ্ম-সাধারণ সম্পাদক সাঈদুর রহমান শাহীন, মীর তাজুল ইসলাম রিপন, কোষাধ্যক্ষ আল আমিন কবির চৌধুরী ডেভিড, আ ম আখতারুজ্জামান মুকুল, ইকবাল কবির খান বাপ্পি, মো. ইদ্রিস আলী বাবু, ইমাদুল হক খান, কাজী আক্তার হোসেন, কবিরুজ্জামান রুবেল, কাজী সাফিউল আযম, খন্দকার আরিফ হাসান প্রিন্স, মো. আব্দুল মান্নান, মির্জা মনিরুজ্জামান কাকন, মো. লুৎফর রহমান সৈকত, মো. রুহুল আমীন, শেখ হেদায়েতুল ইসলাম, শিমুন শামস্, ফারহা দিবা খান সাথী,জহুরুল হায়দার, স ম সেলিম রেজা, সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান বাবুসহ সাবেক ও নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এস এম হাবিবুল হাসান/সাতক্ষীরা

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

সাতক্ষীরায় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পদে মুক্তিযোদ্ধা বদু বিজয়ী

সাতক্ষীরায় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পদে মুক্তিযোদ্ধা বদু বিজয়ী

সুনামগঞ্জ ক্রীড়া সংস্থায় দেওয়ান ইমদাদ রেজার প্যানেল জয়ী

সুনামগঞ্জ ক্রীড়া সংস্থায় দেওয়ান ইমদাদ রেজার প্যানেল জয়ী

সুস্থ ও সবল জাতি গঠনে ক্রীড়াচর্চার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী

সুস্থ ও সবল জাতি গঠনে ক্রীড়াচর্চার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী

ফুটবলের সোনালী দিন মনে করিয়ে দিল যে রাত

ফুটবলের সোনালী দিন মনে করিয়ে দিল যে রাত