সুনামগঞ্জ ক্রীড়া সংস্থায় দেওয়ান ইমদাদ রেজার প্যানেল জয়ী

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ১১:২২ এএম, ২৩ সেপ্টেম্বর ২০২০
সুনামগঞ্জ ক্রীড়া সংস্থায় দেওয়ান ইমদাদ রেজার প্যানেল জয়ী

সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে দেওয়ান ইমদাদ চৌধুরীর নেতৃত্বে ২৭ সদস্য বিশিষ্ট প্যানেল বিপুল ভোটে নির্বাচিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে এ ভোটগ্রহণ চলে।ভোটগ্রহণ ও গণানা শেষে সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট ও নির্বাচন কমিশনার মোহাম্মদ সুহেল মাহমুদ ফল ঘোষণা করেন।

সাধারণ সম্পাদক পদে দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি জি এম তাশহিজ কোন ভোট পাননি। এছাড়া অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে মো. রেজওয়ানুল হক রাজা ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

কোষাধ্যক্ষ পদে আব্দুল্লাহ আল নোমান এবং কার্যনির্বাহী সদস্য পদে প্রদীপ পাল নিতাই, শেরগুল আহমদ, মো. মুক্তাদির হোসেন, মো. আনসারুল হক বাবু, আবু জাকের, মো. সেজুল আহমদ, মোজাম্মেল হক মুনিম, মো. ইকবাল হোসেন, এডভোকেট শায়েস্তা উদ্দিন, মো. আকবর আলী, মো. সারাজ উদ্দিন, মো. দবির উদ্দিন, চৌধুরী আহমদ মুজতবা রাজী, জুনেল আহমদ রাজরান, গোলাম সাবেরীন সাবু ও মাহবুবুর রহমান নির্বাচিত হয়েছেন।

এর আগে সহ-সভাপতি পদে নাজির আহমদ চৌধুরী, পারভেজ আহমদ চৌধুরী, সিরাজুর রহমান সিরাজ, ইস্তিয়াক আহমদ শামীম; যুগ্ম সম্পাদক পদে জুনেদ আহমদ ও উজ্জ্বল বখ্ত; কার্যনির্বাহী সদস্য (সংরক্ষিত নারী আসন) পদে দিলারা বেগম ও সঞ্চিতা চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এ আর জুয়েল/সুনামগঞ্জ

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

নবীন ফুটবলারের খোঁজে ফরিদগঞ্জ ফুটবল একাডেমি

নবীন ফুটবলারের খোঁজে ফরিদগঞ্জ ফুটবল একাডেমি

ফুটবলের সোনালী দিন মনে করিয়ে দিল যে রাত

ফুটবলের সোনালী দিন মনে করিয়ে দিল যে রাত

সিরাজগঞ্জ সোনালী অতীত ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ

সিরাজগঞ্জ সোনালী অতীত ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ

অনুদান পেলেন শেরপুরের অসচ্ছল ক্রীড়াবিদ-ক্রীড়াসেবীরা

অনুদান পেলেন শেরপুরের অসচ্ছল ক্রীড়াবিদ-ক্রীড়াসেবীরা