ঝিনাইগাতীতে পাঁচ দলের টুর্নামেন্টে রমিম স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩৩ পিএম, ২৮ ডিসেম্বর ২০২০
ঝিনাইগাতীতে পাঁচ দলের টুর্নামেন্টে রমিম স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন

দেশের সীমান্তবর্তী জেলা শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ‘বানিয়াপাড়া চৈতাজানী প্রিমিয়ার লিগে’ চ্যাম্পিয়ন হয়েছে রমিম স্পোর্টিং ক্লাব। পাঁচ দলের এ টুর্নামেন্টে রোববার (২৭ ডিসেম্বর) জামি স্পোর্টিং ক্লাবকে ৩৮ রানে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হয়েছে।

রমিম স্পোর্টিং ক্লাব আগে ব্যাট করে ১২ ওভারে ৭ উইকেট হারিয়ে ৮১ রান সংগ্রহ করে। জবাবে জামি স্পোর্টিং ক্লাবের সবক’টি উইকেট হারিয়ে ৪৩ রানে গুটিয়ে যায়। ফলে রমিম স্পোর্টিং ক্লাব ৩৮ রানে জয়লাভ করে।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মো. নজরুল ইসলাম, সদস্য- শেরপুর জেলা পরিষদ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ এইচ এম শহিদুল ইসলাম, চেয়ারম্যান- শ্রীবরদী উপজেলা পরিষদ।
sportsmail24
মাহমুদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আ. কাদের, সভাপতি বাংলাদেশ কৃষকলীগ- শেরপুর শাখা, মো. মোজাম্মেল হক, মাহমুদুল হাসান রুবেল, আতিকুর রহমান, তুষার আল নুর। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক দর্শক উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।

মোট পাঁচ দলের অংশগ্রহণে ২৭ দিনব্যাপী এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়, যা ১ ডিসেম্বর থেকে শুরু হয়েছিল। টুর্নামেন্টে অংশগ্রহণ করা বাকি দলগুলো হলো- বেপারী পাড়া স্পোর্টিং ক্লাব, ফ্রেন্স পাওয়ার এবং দ্য সানরাইজ যুব উন্নয়ন সংঘ।

খেলা আহ্বায়ক কমিটি জানায়, ‘এখন থেকে প্রতি বছরই এমন টুর্নামেন্ট আয়োজন করা হবে।’ একই সঙ্গে এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করা হয়।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

মাশরাফিকে দলে নিতে সিলেটে মানববন্ধন

মাশরাফিকে দলে নিতে সিলেটে মানববন্ধন

শেরপুরে মাঠে গড়ালো চার দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট

শেরপুরে মাঠে গড়ালো চার দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট

মাশরাফির তত্ত্বাবধানে নড়াইলে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট

মাশরাফির তত্ত্বাবধানে নড়াইলে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট

মিরপুর ক্রিকেটার্সের খুলনা জয়

মিরপুর ক্রিকেটার্সের খুলনা জয়