দ্রুততম মানবী শিরিনকে সাতক্ষীরায় সংবর্ধনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১৩ এএম, ২৩ আগস্ট ২০২১
দ্রুততম মানবী শিরিনকে সাতক্ষীরায় সংবর্ধনা

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে দেশসেরা দ্রুততম মানবী শিরিন আক্তারকে সংবর্ধনা প্রদান ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। রোববার (২২ আগস্ট) সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে সাতক্ষীরার কৃতি সন্তান দেশের দ্রুততম মানবী শিরিন আক্তারকে এ সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুল মোমেন খান চৌধুরী সান্টু।

সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি শেখ নাসেরুল হক, জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মুক্তি উপস্থিত ছিলেন।

এছাড়া অন্যান্যদের মাঝে নির্বাহী সদস্য মির্জা মনিরুজ্জামান কাকন, খন্দকার আরিফ হাসান প্রিন্স, লুৎফর রহমান সৈকত, ইমাদুল হক খান, ইকবাল কবির খান বাপ্পি, শেখ হেদায়েতুল ইসলাম, স.ম সেলিম রেজা, ফারহা দীবা খান সাথী, জেলা ক্রীড়া অফিসার মো. খালিদ জাহাঙ্গীর, ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সাবেক ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু, ডিএফএ কোষাধ্যক্ষ মাসুদ আলী, শাহ আলম হাসান শানু, ক্রিকেট কোচ মুফাচ্ছিনুল ইসলাম তপু, আলতাফ হোসেন, জিএম সাইফুল ইসলাম বাপ্পি, ফজলুল করিম, পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মারুফ আহমেদসহ জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপিস্থিত ছিলেন।

এর আগে সাতক্ষীরা প্রেসক্লাব, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ন কবীর, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান দেশসেরা দ্রুততম মানবী শিরিন আক্তারকে পৃথক পৃথক ভাবে সংবর্ধনা, উপহার ও নগদ অর্থ প্রদান করেছেন।

এস এম হাবিবুল হাসান/সাতক্ষীরা/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

জাতীয় ক্রীড়া পুরস্কার পাচ্ছেন সাতক্ষীরার তিন কৃতি সন্তান

জাতীয় ক্রীড়া পুরস্কার পাচ্ছেন সাতক্ষীরার তিন কৃতি সন্তান

শেরপুর ডিএফএ সভাপতির প্রসংশনীয় উদ্যোগ, দিতে চান ট্রাকভর্তি ফুটবল

শেরপুর ডিএফএ সভাপতির প্রসংশনীয় উদ্যোগ, দিতে চান ট্রাকভর্তি ফুটবল

এক সময় বকা দিতেন, এখন শামীমের জন্য দোয়া চান বাবা-মা

এক সময় বকা দিতেন, এখন শামীমের জন্য দোয়া চান বাবা-মা

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপে শেরপুর সদরের বাজিমাত

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপে শেরপুর সদরের বাজিমাত