চিত্রনায়ক রুবেলের তত্ত্বাবধানে শেরপুরে বছরব্যাপী কারাতে প্রশিক্ষণ

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ০৪:৩৩ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২২
চিত্রনায়ক রুবেলের তত্ত্বাবধানে শেরপুরে বছরব্যাপী কারাতে প্রশিক্ষণ

কিশোর-কিশোরীদের আত্মবিশ্বাস বাড়ানো ও আত্মরক্ষামূলক দক্ষতা উন্নয়নে বছরব্যাপী কারাতে প্রশিক্ষণ শুরু করা হয়েছে সীমান্তবর্তী জেলা শেরপুরে। জেলার স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম কমপ্লেক্সের ইনডোর স্টেডিয়ামে বুধবার (১৬ ফেব্রুয়ারি) থেকে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। যা চলবে পুরো বছর জুড়ে।

কারাতে প্রশিক্ষক চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল উপস্থিত থেকে বছরব্যাপী এ কারাতে প্রশিক্ষণের উদ্বোধন করেন। এ সময় জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফুল কবীর, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মানিক দত্ত উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, মহিলা বিষয়ক অধিদপ্তরের কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় এ কারাতে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এতে শেরপুর সদর উপজেলার ১৪ ইউনিয়ন ও পৌরসভাসহ ১৫টি কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের সপ্তাহে চারদিন করে বছরব্যাপী এ কারাতে প্রশিক্ষণ চলবে।
sportsmail24
শেরপুরে কারাতে প্রশিক্ষণের সার্বিক তত্বাবধানে রয়েছে চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল পরিচালিত ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টার দ্য ফাইট স্কুল।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় দেশের ৬৪টি জেলাতেই কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের এ কারাতে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানান প্রধান প্রশিক্ষক চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল।

হাকিম বাবুল, শেরপুর/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

প্রশিক্ষণ শেষে সনদপত্র পেল শেরপুরের ২৪ জন কিশোর ফুটবলার

প্রশিক্ষণ শেষে সনদপত্র পেল শেরপুরের ২৪ জন কিশোর ফুটবলার

মতলব উত্তরে পাঁচ দিনব্যাপী ফুটবল প্রশিক্ষণ ও সনদ বিতরণ

মতলব উত্তরে পাঁচ দিনব্যাপী ফুটবল প্রশিক্ষণ ও সনদ বিতরণ

শেরপুরে ক্ষুদে দাবাড়ুদের মাঝে চ্যাম্পিয়ন রিয়ান ও পিউ

শেরপুরে ক্ষুদে দাবাড়ুদের মাঝে চ্যাম্পিয়ন রিয়ান ও পিউ

সাতক্ষীরায় চ্যাম্পিয়ন জেলা নারী ফুটবল দলকে সংবর্ধনা

সাতক্ষীরায় চ্যাম্পিয়ন জেলা নারী ফুটবল দলকে সংবর্ধনা