স্কুল ক্রিকেটে কিশোর অনিকের ফিফটি, শেরপুর ভেন্যুর ফাইনালে আইডিয়াল

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ০৭:২৩ পিএম, ১৬ এপ্রিল ২০২২
স্কুল ক্রিকেটে কিশোর অনিকের ফিফটি, শেরপুর ভেন্যুর ফাইনালে আইডিয়াল

শেরপুরে নবারুণ পাবলিক স্কুলকে ১০৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ভেন্যু ফাইনালে উঠেছে আইডিয়াল প্রিপারেটরি এন্ড হাই স্কুল। দলের পক্ষে ব্যাট হাতে টুর্নামেন্টের প্রথম হাফ-সেঞ্চুরি করেছেন আইডিয়ালের ওপেনার অনিক।

শনিবার (১৬ এপ্রিল) স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আইডিয়াল প্রিপারেটরি এন্ড হাই স্কুল। ব্যাট করতে নেমে ৩৮.২ ওভারে অলআউট হলেও ১৯৫ রানের স্কোর গড়ে আইডিয়ালের ব্যাটাররা।

ব্যাট হাতে আইডিয়ালের ওপেনার অনিক টুর্নামেন্টের প্রথমবারের মতো হাফ-সেঞ্চুরি করেন। ৭৫ বলে ১১টি বাউন্ডারিতে ৬৩ রান করে এ কিশোর ক্রিকেটার।

ওপেনার অনিক ছাড়া মিডল অর্ডারে রিজন ৩ ছক্কায় ২২, ইকবালের ৩ চারে ১৬ এবং অতিরিক্ত ৫২ রানের ওপর ভর করে ১৯৫ রানের বড় স্কোর গড়ে আইডিয়াল। নবারুণের পক্ষে মুজাহিদ ৩২ রানে ৪টি এবং হৃদয় ৫৪ রানে ৩টি উইকেট লাভ করেন।

জয়ের জন্য ১৯৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩১.১ ওভারে ৯২ রানে অলআউট হয়ে যায় নবারুণ। দলের পক্ষে নাহিয়ান ১৫ রান করলেও আর কেউ দু’অঙ্ক ছুতে পারেনি। সর্বোচ্চ ৫৩ রান আসে মি. এক্সট্রার বদৌলতে।

নবারুণকে ৯২ রানে গুটিয়ে দিয়ে ১০৩ রানের বিশাল ব্যবধানের জয় তুলে নেয় আইডিয়াল। দলের পক্ষে বল হতে সিয়াম ৭ ওভারে ১৮ রানে ৪ উইকেট এবং শিশির ১০ রানে ২ উইকেট দখল করেন।

এদিকে, পর পর দুই ম্যাচে জয় পাওয়ায় টুর্নামেন্টের প্রথম দল হিসেবে ফাইনালে উঠলো আইডিয়াল প্রিপারেটরি এন্ড হাইস্কুল। জেলা শহরের ৪টি স্কুল দল প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে রাউন্ড রবীন লিগ ভিত্তিতে প্রতিদ্বন্দ্বিতা করছে। টুর্নামেন্টের শীর্ষ দুই দল ফাইনালে খেলবে।

হাকিম বাবুল, শেরপুর/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

জাতীয় স্কুল ক্রিকেট: শেরপুরের উদ্বোধনী ম্যাচে নবারুণের চমক

জাতীয় স্কুল ক্রিকেট: শেরপুরের উদ্বোধনী ম্যাচে নবারুণের চমক

জাতীয় স্কুল ক্রিকেটে প্রথমবার নারী আম্পায়ার

জাতীয় স্কুল ক্রিকেটে প্রথমবার নারী আম্পায়ার

৮ দল নিয়ে সুনামগঞ্জে বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট

৮ দল নিয়ে সুনামগঞ্জে বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট

ঈমানের বিধ্বংসী বোলিং, স্কুল ক্রিকেটে সর্বনিম্ন রানের রেকর্ড

ঈমানের বিধ্বংসী বোলিং, স্কুল ক্রিকেটে সর্বনিম্ন রানের রেকর্ড