একাডেমিক ভবন ও সিনথেটিক ফুটবল মাঠ পেল সিলেট বিকেএসপি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১৮ পিএম, ০৮ মে ২০২২
একাডেমিক ভবন ও সিনথেটিক ফুটবল মাঠ পেল সিলেট বিকেএসপি

সিলেট বিকেএসপি’র নবনির্মিত একাডেমিক ভবন ও সিনথেটিক ফুটবল মাঠের উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র সিলেটের উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় এসব স্থাপনায় প্রায় ২০ কোটি টাকা ব্যয় করা হয়েছে।

রোববার (৮ মে) নবনির্মিত একাডেমিক ভবন ও সিনথেটিক ফুটবল মাঠের উদ্বোধনের সময় বিকেএসপির মহাপরিচালক এএকে এম মাজহারুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে ব্যবহারের জন্য প্রায় ৫ বছর সিলেট বিকেএসপি দেওয়া হয়েছিল। তারা এখানে একাডেমি তৈরি করেছিল, যার ফলে দীর্ঘদিন সংস্কার কাজ করা সম্ভব হয়নি।
sportsmail24
তিনি আরও বলেন, ২০১৭ সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যখন সিলেট বিকেএসপিকে আমাদের কাছে হস্তান্তর করে, তখন এটিকে নতুনভাবে ঢেলে সাজানোর উদ্যোগ গ্রহণ করি। তারই ধারাবাহিকতায় প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে সিলেট বিকেএসপি’র নবনির্মিত একাডেমিক ভবন ও সিনথেটিক ফুটবল মাঠের উদ্বোধন করা হলো।

সিলেট নগরীতে ফুটবলের জন্য ডেডিকেট করা হয়েছে উল্লেখ করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেন, আমরা অচিরেই এটিকে আরও সম্প্রসারিত করার পরিকল্পনা গ্রহণ করেছি। এখানে সুইমিংপুল ও জিমন্যাসিয়াম তৈরি করা হবে। আমরা সিলেটকে ফুটবলের জন্য ডেডিকেট করেছি।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপের কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা

জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপের কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা

ঢাকার বাইরে চার জেলায় হবে আন্তর্জাতিক স্টেডিয়াম

ঢাকার বাইরে চার জেলায় হবে আন্তর্জাতিক স্টেডিয়াম

ফুটবল উন্নয়নে স্পেনকে পাশে পাচ্ছে বাংলাদেশ

ফুটবল উন্নয়নে স্পেনকে পাশে পাচ্ছে বাংলাদেশ

পদ্মার পাড়ে শেখ হাসিনার নামে আন্তর্জাতিক স্টেডিয়াম

পদ্মার পাড়ে শেখ হাসিনার নামে আন্তর্জাতিক স্টেডিয়াম