গোল্ডকাপ ফুটবল, শেরপুর ক্রীড়াঙ্গনে নব যুগের সূচনা

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ১১:৪৪ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৩
গোল্ডকাপ ফুটবল, শেরপুর ক্রীড়াঙ্গনে নব যুগের সূচনা

শেরপুরের ক্রীড়াঙ্গনে প্রথমবারের মতো শুরু হলো জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস।

জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জেলা প্রশাসন এ টুর্নামেন্টের আয়োজন করেছে। টুর্নামেন্টে জেলার ৫ উপজেলা ও ৩ পৌরসভাসহ মোট ৮ টি দল নকআউট পদ্ধতিতে খেলায় অংশগ্রহণ করছে।

উদ্বোধনী খেলায় শেরপুর পৌরসভা দল টাইব্রেকারে ১০-৯ গোলে নালিতাবাড়ী উপজেলা দলকে পরাজিত করেছে। নির্ধারিত সময়ে খেলাটি গোলশূন্য ব্যবধানে শেষ হয়। ম্যাচে আক্রমণ-পাল্টা আক্রমণে জমজমাট লড়াই বিপুল সংখ্যক দর্শক উপভোগ করেন।

বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে টুর্নামেন্টের লোগো ও মাসকট ‘গারোপাহাড়ের ঐতিহ্য বন্যহাতির রেপ্লিকা’ উন্মোচন করা হয়। পরে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

জেলা প্রশাসক সাহেলা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত জানান, জেলা প্রশাসক গোল্ডকাপে চ্যাম্পিয়ন দলকে ট্রফি ছাড়াও নগদ এক লাখ টাকা এবং রানারআপ দলকে ট্রফি ও ৫০ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হবে।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলাদাতার জন্যও রয়েছে বিশেষ পুরষ্কার। এছাড়াও প্রতিটি দলকে খেলায় অংশগ্রহণের জন্য পার্টিসিপেশন মানি ও প্রত্যেক খেলার বিজয়ী দলকে উইনিং মানি প্রদান করা হবে।

প্রতিটি দলেই স্থানীয় খেলোয়াড় ছাড়াও দেশি-বিদেশি একাধিক খেলোয়াড় অংশগ্রহণ করছে।

মানিক দত্ত বলেন, জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল শেরপুরে ফুটবল তথা ক্রীড়াঙ্গনে এক নবযুগের সূচনা করেছে। এর মাধ্যমে মাদক ও সামাজিক অপরাধ নিরসনে ভূমিকা রাখবে।

হাকিম বাবুল, শেরপুর/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

শেরপুরে প্রথমবার শেখ কামাল আন্তঃস্কুল-মাদ্রাসা অ্যাথলেটিক্স

শেরপুরে প্রথমবার শেখ কামাল আন্তঃস্কুল-মাদ্রাসা অ্যাথলেটিক্স

টাঙ্গাইলে শুরু হলো ভিসতা টি-টোয়েন্টি টুর্নামেন্ট

টাঙ্গাইলে শুরু হলো ভিসতা টি-টোয়েন্টি টুর্নামেন্ট

গাজীপুরকে হারিয়ে টাঙ্গাইলের কিশোররা চ্যাম্পিয়ন

গাজীপুরকে হারিয়ে টাঙ্গাইলের কিশোররা চ্যাম্পিয়ন

কুড়িগ্রামে দ্রুততম মানবী রেখা আক্তার

কুড়িগ্রামে দ্রুততম মানবী রেখা আক্তার